গাজীপুর সিটি করপোরেশনের বাঙ্গালগাছ এলাকা থেকে অপহরণের ১০ ঘণ্টা পড়ে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপহৃত ওই শিশুর নাম রিয়াদ হোসেন রোহান (৭ মাস)।
গ্রেপ্তাররা হলেন সিটি করপোরেশনের সদর থানার বাঙ্গালগাছ এলাকার মাসুদের স্ত্রী জাকিয়া সুলতানা জান্নাত (২৩) ও বগুড়া সদর থানার চক সূত্রাপুর এলাকার মো. জামালের স্ত্রী রাকিবা আক্তার আঁখি (২১)।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।
তিনি জানান, রোববার (২৭ আগস্ট) দুপুরে হাবিবা আক্তার নামে এক নারী জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল দিয়ে তার সাত মাস বয়সী ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান। পরে সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদের নেতৃত্বে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে হাবিবা আক্তার পুলিশকে জানায় ভিকটিমের চাচি জাকিয়া সুলতানা মাঝে মধ্যে রোহানকে কোলে নিত। এ ব্যাপারে জাকিয়া সুলতানাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় তিনি এলোমেলোভাবে কথা বলেন এবং তার কথা সন্দেহজনক মনে হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে জাকিয়া সুলতানা রোহানকে অপহরণ করার কথা স্বীকার করেন। রোহানকে অপহরণ করে জাকিয়া তার আপন বোন রাকিবা আক্তার আঁখিকে দিয়ে দিয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বগুড়া থেকে রোহানকে উদ্ধার করা হয় এবং রাকিবা আক্তার আঁখি ও জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়।