অবৈধভাবে বাংলাদেশে আসার দায়ে আটক হওয়া ভারতীয় পাঁচ নাগরিককে সাজা শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে হাকিমপুর উপজেলার হিলি চেকপোস্টের শূন্য রেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, এক নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। পরে দিনাজপুর ও নওগাঁ কারাগারে দুই থেকে সাত বছর পর্যন্ত কারাভোগ করেন তারা। কারাভোগ শেষ হওয়ায় তাদের দুই দেশের ইমিগ্রেশন ও সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে দেশে পাঠানো হয়।