রাজধানীর শ্যামপুর এলাকা থেকে অভিনব কায়দায় মোটরসাইকেলে ফেন্সিডিল বহনকালে মো. পাপ্পু মিয়া ও মো. জিহাদ নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিবি উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ জানান, ওই দুই মাদক কারবারি কুমিল্লা থেকে মোটরসাইকেলে করে ফেন্সিডিল নিয়ে আসছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইটি মোটরসাইকেলসহ পাপ্পু ও জিহাদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে ১২০ বোতল ফেন্সিডিল বের করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে শ্যামপুর থানার দায়েরকৃত একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।