প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২২, ১১:৫৮ অপরাহ্ণ
অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের, সোশ্যাল মিডিয়া সেলের কর্মীরা
নগর সংবাদ,,রিপোর্টার কলকাতা দিকে শম্পা দাস ও সমরেশ রায়।অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের, সোশ্যাল মিডিয়া সেলের কর্মীরা
বারাণসীতে দিদির উপর আক্রমণ ও কালোপতাকা দেখানো নিয়ে আজ এই অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখালেন, ধর্মতলা, রাজভবনের উল্টোদিকে....। বেলা দুটোর সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী, সোশ্যাল মিডিয়ার মানুষজন জমায়েত হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যোগী, ও সুশান্তকে তারা ঘুঁটের মালা পরিয়ে বিক্ষোভ দেখালেন,
শুধু তাই নয় তাদেরকে গোবর ও গোমূত্র খাওয়ালেন। এটা করার কারণ জানতে চাইলে বলেন যখন করোণা হয়েছিল সেই করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী আয়ুর্বেদিক পদ্ধতিতে সবাইকে গোবর ও গোমূত্র খাওয়ার কথা বলেছিলেন ,তাই আজ বিক্ষোভে ওনাকে আমরা গোবর-গোমূত্র খাওয়ালাম। আর বক্তৃতার মধ্যে বলেন আমি বাঙালি হয়ে বোরখা পড়েছি এটা কিসের অন্যায় শুধু কি মুসলমান সমাজে পড়বে বাঙালিরা করলে কী দোষ তাই আমি আজ এটা পড়ে প্রতিবাদ করলাম সবার যে যার ধর্মের জিনিস পড়ার অধিকার আছে। এদিকে যুগের কথা জানতে গিয়ে বলেন উনি এমনি সাধু-সন্ন্যাসী ভন্ড তাই উনাকে গোবর গোমূত্র খাওয়ানো দরকার কারণ উনি ভালো বুঝবেন কেন মানুষকে গোবরার গোমূত্র খাওয়ার কথা বলেছিলেন তাই আমরাও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে উনাদের কেই সকল গুলি খাওয়ালাম
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.