জামালপুরের নরুন্দিতে মাইক দিয়ে গান বাজিয়ে অভিনেত্রী মেহের আফরোজা শাওনের গ্রামে বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একপর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেন তারা।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরুন্দি এলাকায় দুই তলা বাড়িটিতে অগ্নিসংযোগ করে বুলডোজার কর্মসূচি পালন করেন তারা।
বাড়িটি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি। তিনি সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।
অন্যদিকে বিকেলে জামালপুরের শহরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও আগুন দেন বিক্ষুব্ধরা।
জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, বুধবার রাতে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষণ দেন। সেই থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এসে বাড়ি ভাঙচুর করে ও আগুন দেয়। পরে আমরা এসে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করি।