অভিবাবকদের নজরদারী প্রয়োজন-রাজশাহীতে কোচিং সেন্টারে শিক্ষক-ছাত্রী আটক, ৬০ লাখ টাকা দেনমোহরে বিয়ে এলাকায় চাঞ্চল্য
রাজশাহী প্রতিনিধি।। রাজশাহীতে কোচিং সেন্টার থেকে শিক্ষক ও ছাত্রীকে আটক করে এলাকাবাসী, পুলিশ খবর দিলে পুলিশ ছাত্রী শিক্ষক কে আটক করে। আলোচনায় এসেছে এক অভাবনীয় ঘটনা। জানা গেছে, আটক হওয়ার পর শিক্ষক-ছাত্রী দু’জনের পরিবার মিলে ৬০ লাখ টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে একটি কোচিং সেন্টারে পড়াতেন। এসময় তার সঙ্গে এক শিক্ষার্থীর সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে উভয় পরিবার সম্মত হয়ে দেনমোহরের পরিমাণ নির্ধারণ করে বিয়ের আয়োজন সম্পন্ন করে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে