যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ১৪ লাখ ১২ হাজার ১০০ টাকা দামের ভারতীয় শাড়ি, কম্বল, থ্রি-পিস, কিসমিস, ওষুধ, বিভিন্ন ধরনের চকলেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করেছে বিজিবি।
রোববার (২৩ মার্চ) সারাদিন বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবির টহলদল। বিষয়টি জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদক পাচার করে আসছিল চক্রের সদস্যরা। রোববার যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকস জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।