প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১০:২৫ অপরাহ্ণ
অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রানাকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর জেলার সদরের মাছ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। রানা নারায়ণগঞ্জের ফতুল্লার সবুজবাজ এলাকার আলী হোসেনের ছেলে। তিনি ২০২২ সালের ২২ আগস্ট অতিরিক্ত মহানগর দায়রা জজ ৭ম আদালত ঢাকা কর্তৃক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।
পিসিপিআর যাচাই করে দেখা যায় যে, তার বিরুদ্ধে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.