প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৩, ১০:০০ অপরাহ্ণ
অভিযান চালিয়ে ১ হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ দুই কারবারিকে গ্রেফতার
অভিযান চালিয়ে ১ হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ দুই কারবারিকে গ্রেফতার
জেলায় অভিযান চালিয়ে এক হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
রোববার (০৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
তিনি জানান, সকালে রূপগঞ্জ থানাধীন মাছিমপুর কান্দিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগির ফার্মের ভেতর থেকে এক হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ একই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে মো. ফাহিম (২৪) ও মাসাব এলাকার লোকমান হাকিমের ছেলে মো. এমদাদুল হককে (২৮) গ্রেপ্তার করা হয়।
আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.