জেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রওশন আলী এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডলের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নি:) মো. জুলহাজ উদ্দীনের নেতৃত্বে শুক্রবার সকালে বাজার স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে মিনি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছন বডি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ি চালকসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।
তিনি আরও বলেন, আটক বিপ্লব মিয়ার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা বিচারাধীন।