অযোধ্যায় মন্দির উদ্বোধনের সাথে সাথে, সারা বিশ্বে মেতে উঠে হনুমান মন্দিরে মন্দিরে পুজো।
শম্পা দাস,সম্পাদক,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
২২ শে জানুয়ারী সোমবার, যখন পশ্চিমবঙ্গের সংহতি যাত্রা পালিত হচ্ছে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে, ঠিক সেই সময় সারা বিশ্বে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, পূজিত হচ্ছে হনুমান মন্দিরে পূজো এবং অযোধ্যায় রাম মন্দিরের শুভ সূচনা। রাম মন্দিরের শুভ সূচনা করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেই উপলক্ষে সারা বাংলা ব্যাপী বিভিন্ন মন্দিরের যোগ্য পুজো অর্চনা আয়োজন করেছেন ভারতীয় জনতা পার্টি, দমদমের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনার আয়োজন করেছিলেন দমদমের বিজেপি নেতা পীযূষ কানুরিয়া,
সকালবেলায় দমদমের হনুমান মন্দির থেকে কলস যাত্রা আরম্ভ কর নাগেরবাজার মোড় হয়ে দমদম পার্কে শীতলা মন্দিরে উপস্থিত হন। সারাদিনব্যাপী চলে পূজা অর্চনা মহিলারা কলস মাথায় দিয়ে এই পদযাত্রায় পা মেলান, ঠিক একইভাবে চলে পূর্ব মেদিনীপুরের দেউলিয়া, খরগ্পুরের পশ্চিম মেদিনীপুরে ওল্ড সেটেলমেন্ট এলাকায়,
এছাড়াও দিলীপ ঘোষের নেতৃত্বে পাঁশকুড়া রঘুনাথপুর বাড়িতে প্রাচীন প্রায় ৩৫০ বছরে রঘুনাথজিউর অর্থাৎ রামচন্দ্রের হনুমানজীর মন্দিরে, রাম লক্ষণ সীতা হনুমান সেজে কয়েকশো ধর্মপ্রাণ মানুষজন বেশ কয়েকটি গ্রাম জুড়ে শোভাযাত্রা করেন, সারাদিন পূজার্চনা ভোগ বিতরণ এবং নাম গান, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকলকে অভিবাদন জানান এই দিনটিকে সুন্দরভাবে পালন করার জন্য,
অগনিত ভক্ত বিভিন্ন মন্দিরে উপস্থিত হন, মন্দিরে মন্দিরে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকের দিনটি রাম সীতার প্রাণ প্রতিষ্ঠা পেল তার সাথে সাথে হনুমানজীউর, এই অনুষ্ঠান দেখতে বহু মানুষ জড়ো হয়েছিলেন বিভিন্ন মন্দিরে ও রাস্তার দু'ধারে।