শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৬
শিরোনামঃ
রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমান ছেলে খুনের মামলা করেন-আসামি লিমন গ্রেফতার রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্পষ্ট ব্যাখ্যা চায় এনসিপি। ফিলাটেলিক ডাকটিকিট প্রদর্শনী, “বঙ্গপেক্স ২০২৫” এর শুভ সূচনা করলেন, রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস। থোরাসিক-ভাসকুলার দল ও ALCATI ক্লিনিকের সূচনা লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স ক্লাবের ক্লাব ডিরেক্টর হলেন লায়ন ফরহাদুল হাসান মোস্তফা নভেম্বর ২০২৫ সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে-প্রেস কাউন্সিল চেয়ারম্যান। প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো অভাবনীয় সংবাদ সম্মেলন।  শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলায়: ২ শ্যুটার সহ গ্রেপ্তার ৫-পিস্তল জব্দ। গাজীপুর, শ্রীপুরে পৃথক দুই স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গোয়ালবাটীর রাস উৎসবের শেষ দিনে আবেগঘন মুহূর্ত — অবসর ঘোষণা করলেন সমাজসেবী সুকান্ত হালদার

অরল্যান্ডোতে মহান বিজয়ের শ্রদ্ধাঞ্জলি ও নাসার চৌধুরীর কর্মের স্বীকৃতি দাবী

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২১, ২০২৩, ১:৪৭ পূর্বাহ্ণ
  • ২২৩ ০৯ বার দেখা হয়েছে

 

অরল্যান্ডোতে মহান বিজয়ের শ্রদ্ধাঞ্জলি ও নাসার চৌধুরীর কর্মের স্বীকৃতি দাবী

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়রপ্রতিনিধি( যুক্তরাষ্ট্র):

অরল্যান্ডোতে গত সতেরো ডিসেম্বর ২০২৩,রবিবার , সন্ধ্যা ছয়টায় বাঙালির প্রাণকেন্দ্র বোম্বে গ্রীলে মহান বিজয়ের বায়ন্নতম বার্ষিকীতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্দ্যেগে স্মরণে শ্রদ্ধায় বর্ণাঢ্য বিজয় দিবস পালিত হয় | খবর বাপসনিঊজ ।উনিশ শত একাত্তরের ষোলোই ডিসেম্বরের এই মহিমান্বিত দিনে বীর বাঙালি মুক্তিযুদ্ধ শেষে মহান বিজয়ের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে | সীমাহীন দুর্ভোগ, অবর্ণনীয় আত্মত্যাগ ,

No description available.

আর নয় মাসের সশস্র সংগ্রামের মাধ্যমে এক সাগর-নদী রক্ত পেরিয়ে এ জাতি তার সর্ব শ্রেষ্ঠ অর্জন বিজয় মুকুট ছিনিয়ে আনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে | স্বাধীনিতা প্রিয় বাঙালি তার এই অনন্য গৌরবোজ্জ্বল দিনকে স্মরণীয় করতে সেন্ট্রাল ফ্লোরিডাবাসী লিটল বাংলাদেশ বোম্বে গ্রীলের সুস্বজ্জিত চত্বরে সমবেত হয় |

No description available.

সন্ধ্যা সাতটার মধ্যে নির্ধারিত উৎসব স্থান কানায় কানায় পুন্য হয় | রাত সাড়ে সাতটায় শুরু হয় স্মরণ সভা | এতে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর সংগ্রামী সভাপতি মোয়াজ্জেম ইকবাল এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক সালেহ করিমুজ্জামান | মঞ্চে আসন গ্রহন করেন প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মিলন ।

No description available.

সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ,শামসুস তোহা, শাওন প্রজা,বীর মুক্তি যোদ্ধা মোহাম্মদ খসরু , মোহাম্মদ নূর , সালেহ করিমুজ্জামান | প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত এবং বঙ্গবন্ধু সহ স্বাধীনতার বীর শহীদানের আত্মার মাগফেরাত করে দোয়া পরিচালনা করেন জসীম উদ্দিন | অতঃপর জাতীয় সংগীত পরিবেসিত হয় | যাঁদের প্রাণের বিনিময়ে পরাধীনতার সৃঙ্খল ভেঙে রক্তাক্ত বিজয় অর্জিত হয়েছিল তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় |

এরপর মহান বিজয় দিবসের আলোচনা পর্বে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করে বক্তব্য রাখেন সালেহ করিমুজ্জামান | জসীম উদ্দীন কষ্টার্জিত স্বাধীনতা রক্ষা , জাতীয় সংগীত খন্ডিতভাবে পরিবেশন না করা ও স্বাধীনতার শত্রুদের সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান | শামসুদ তোহা মাতৃভূমির বীর শহীদের স্বপ্ন পূরণে ঐকবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন | শাওন প্রজা বাঙালির আত্মপরিচয় জাগ্রত করতে বঙ্গবন্ধুর অসহনীয় ত্যাগের স্মৃতিচারণ করেন | প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মিলন বলেন ,বঙ্গবন্ধুকে কেন্দ্রকরে আবর্তিত হয়েছে এদেশের ইতিহাস , একটি জাতির জন্মগাঁথা | আসন্ন নির্বাচনে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করতে তিনি যুক্তরাষ্ট্র থেকে একটি টিম নিয়ে দেশে যাবার ঘোষণা দেন | সভাপতির ভাষণে মোয়াজ্জেম ইকবাল বলেন , একাত্তুরের মুক্তি যুদ্ধ এবং ষোলোই ডিসেম্বরে মহান বিজয়ের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল এ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন | তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষনের প্রথম সংরক্ষক অরল্যান্ডো প্রবাসী বয়োবৃদ্ধ নাসার আহমেদ চৌধুরীকে জীবদ্বশায় তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ প্রাপ্ত সম্মান দেবার দাবী জানান | বঙ্গবন্ধুকে দলের মধ্যে কুক্ষীগত না করে সতেরো কোটি মানুষের হৃদয় মাঝে ফিরিয়ে দিতে ও দেশ প্রবাসে সম্প্রীতির বন্ধন জোরদার করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার বিনীত অনুরোধ জানান | বিজয় আলোচনা শেষে সাংকৃতিক পর্বে কালজয়ী মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন জনপ্রিয় বীর মুক্তিযোদ্ধা মোঃ খসরু , গণ মানুষের শিল্পী পল্লী ইসলাম | একের পর এক তাদের মর্মস্পর্শী দেশাত্মবোধক গান পরিবেশনায় সকলের প্রাণের যেন একাত্তরের বিজয় ফিরে আসে | মন ছুটে যায় প্রিয় মাতৃভূমিতে | যাদের নিস্বার্থ প্রচেষ্ঠায় বিজয়ানুষ্ঠানের ও সার্থকতা ও সফলতা আসে , তারা হলেন মোহাম্মদ নূর , শাজাহান কাজী , মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম বাবু , আলম ,মাইনুল হক | সার্বিক পরিকল্পনা বাস্তবায়নে , প্রচারে সহযোগিতায় যারা বিজয় দিবস অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেছেন তারা হলেন আখম রুমেল হোসেন , মোহাম্মদ জসীম , ফখরুল আহসান শেলী , আবদুল আজিজ , শামসুর রহমান সামু , আবিদ আমীর , সিন্গ্ধ লিপি , নবনী ,তান্নি আহমেদ , মিসেস জসীম , মিসেস করিমুজ্জামান , মিসেস মুনির | সুস্বাদু খাবার পরিবেশনে বোম্বে গ্রীল ঐতিহ্যের সাক্ষর রেখেছে | আপ্যায়নে তাহের মিয়া এবং রাসেল মিয়ার স্বদিচ্ছা আন্তরিকতা সবাইকে মুগ্ধ করেছে | রাত এগারোটা সমাপ্তিক্ষন পর্যন্ত অনবদ্য বিজয় সংগীত সকলকে মাতিয়ে রাখে | এভাবে শেষ হয় সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর স্মরণীয় বিজয় সন্ধ্যা |

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell