প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২২, ১:১৯ পূর্বাহ্ণ
অসহায় গৃহবধূ শারমিন কে প্রতারনায় মুন্সী দিয়ে সরা পড়িয়ে বিয়ের নাটক।। সন্ত্রাসী হুমকিতে আতংকিত অসহায় পরিবার
অসহায় গৃহবধূ শারমিন কে প্রতারনায় মুন্সী দিয়ে সরা পড়িয়ে বিয়ের নাটক।। সন্ত্রাসী হুমকিতে আতংকিত অসহায় পরিবার।
স্টাফ রিপোর্টার।। অসহায় গৃহবধূ শারমিন কে বিয়ের প্রলোভনে বাড়িতে বাড়িতে নিয়ে শরা শরিয়ত কাবিন না করে শুধু মাএ মুন্সী দিয়ে মোনাজাত করে বিবাহের নাটক সাজিয়ে ধর্ষন করে সংসার করতে থাকে। অসহায় গৃহবধূ গর্ভবতী হয়ে পড়লে বাচ্চা নষ্ট করতে হাসপাতালে নেয়।লম্পট বহুবিবাহ কারী মিনহাজুল আবেদীন ওরফে সেতু,এ নাটের গুরু মিনহাজুলের প্রতারক পিতা মামুনুর রশিদ। মামুনুর রশিদ সরকারের আদেশ অমান্য করে কাজী অফিসে রেজিস্টি না করে শুধুমাত্র মসজিদের মোয়াজ্জেম কে দিয়ে দোয়ার মাধ্যমে বিয়ে পড়ায়। এটা অবৈধ বিয়ে, অসহায় গৃহবধূর গর্ভের বাচ্চা নষ্ট করে। ১০০০০০০/- দশ লক্ষ টাকা যৌতুকের দাবীতে টাকার জন্য মারধোর করে বাসা থেকে বের করে দেয়। অসহায় গৃহবধূ নারী ১.নির্যাতন মামলা ফতুল্লা থানায় করার প্রস্তুতি নিলে, মাদক, ইয়াবা, গাঁজা সেবনকারী চিন্হিত লম্পট বহু মেয়ের জীবন নষ্ট কারী কথিত বিয়ের নাটকে ভোগ করে ছেড়ে দেয়।অভিযোগ একাধিক বিষয়বস্তু সূএে, লম্পট মিনহাজুল ও তার পিতা প্রতারক দারোয়ান মামুনুর রশিদ, নারী নির্যাতন মামলা থেকে বাঁচতে দীর্ঘ ১বছর অবৈধভাবে সংসার নামে দেহ ভোগ করে। পাঁচ লক্ষ টাকা কাবিন করে কাজী অফিসে রেজিষ্টি করে। এর পর থেকেই লম্পট, মিনহাজুল তার পিতা, মামুনুর রশিদ, মাতা -
বোনেরা মিলে যৌতুকের টাকার জন্য মারধোর করে বাসা থেকে বের করে দিয়ে সন্ত্রাসী দিয়ে হুমকী দিচ্ছে প্রানে মেরে ফেলবে,অসহায় গৃহবধূ এ ব্যাপারে জেলা পুলিশ সুপার। জেলা প্রশাসক, র্যাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়,প্রধান মন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এবং জীবনের নিরাপত্তা দাবী করেন। লম্পট মিনহাজুল আবেদীন ওরফে সেতু ও তার প্রতারক পিতা মামুনুর রশিদ কে গ্রেফতারের দাবী করেন,াসহায় গৃহবধূ শারমিন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.