প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২১, ২:২৬ পূর্বাহ্ণ
অসুস্থ রুগীর মানবিক সাহায্যের আবেদন।
নগর সংবাদ।।অসুস্থ রুগীর মানবিক সাহায্যের আবেদন।নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন নিতাইগন্জ (ভগবানগন্জ)বি,কে রোডস্থ দাসপাড়া এলাকার বাসিন্দা বিকাশ চন্দ দাস, পিতা-রবি চন্দ দাস,এক বৎসর পূর্বে হোসিয়ারী কাজ করতো বর্তমানে ১বছর যাবত। শরীরে বিভিন্ন রোগ বাসা বাধেঁ। বর্তমানে কর্মহীন বিকাশ।তার খাদ্য নালীতে বহু পরীক্ষা নিরিক্ষা করাসহ অপারেশনের খরচ প্রয়োজন কর্মহীন বিকাশ,চিকিৎসারর অভাবে দিনে দিনে বিছানায় শয্যা সায়ী হয়ে আছে বিকাশ।হৃদয়বা,ব্যক্তির সাহায্য কামনা করেন সাহায্য দাতা। প্রয়োজনে বিকাশ চন্দ দাসের এই নাম্বারে ০১৬৭-৬০৯৩৫৫৮ যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে বিকাশকে বাচাঁর সাহায্য করার আবেদন করেন।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.