প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৮:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২১, ৫:২১ অপরাহ্ণ
আইনজীবি সিনথিয়া রহমান সিফাত নিজ মালিকানাধীন মার্কেটের ভাড়া আদায় করার সময় সন্রাসী হামলায় আহত ।।থানায় অভিযোগ নেই গ্রেফতার ।
শহর প্রতিনিধি ।।নারায়ণগঞ্জ সদর থানাধীন কালীর বাজার এলাকার বাসিন্দা আতাউর রহমান সোহেলের মালিকানাধীন সোহেল মার্কেটের দুই শতাংশ জমির মালিক নিজের একমাএ কন্যা সিনথিয়া রহমান সিফাত কে রেজিস্ট্রি করে দেন ।সিনথিয়া নিজের মালিকানাধীন মার্কেটের অংশের দোকানের মাসিক ভাড়া আদায় করে আসছে। গত ৪ই এপ্রিল মাসিক ভাড়া আদায় করতে মার্কেটে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা শিমুল ,মির্জা ফয়েজ ,নিজেদের ভাড়া করা ছিচকেঁ সন্রাসী বাহিনী নিয়ে বাড়িওয়ালা সিনথিয়াকে আক্রমণ করে আহত করে ।রাতেই সিনথিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।এরপরেও শিমুল ,ফয়েজ ,সুলতান গ্রেফতার না হওয়ায় সাধারন মানুষের মাঝে মিস্র পতিক্রিয়া দেখা দেয়।এ ব্যপারে শিক্ষানবীশ আইনজীবি গনমানব বন্ধনে যাবেন অচিরেই।
সিনথিয়া রহমান সিফাতের শিক্ষানবীশ আইনজীবি কার্ড রেজিঃ নং- ১৬৩১৭-২০১৭ইং সন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.