প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২১, ১:৪৮ পূর্বাহ্ণ
আইনজীবি সিফাত কে হত্যার চেষ্টা মামলায় শিমুল গংগ্রেফতার হয়ে জামিনে এসে মামলা তুলে নেওয়ার হুমকি।।থানায় জি.ডি
নগর সংবাদ।।নারায়ণগঞ্জ সদর থানাধীন কালীর বাজার এলাকায় অবস্থিত সোহেল মার্কেটে উক্ত মার্কেটের মালিক মৃতঃ ফজলুর রহমান খোকা।তার একমাএ সুযোগ্য বড় ছেলে আতাউর রহমান সোহেলের নামেই নাম করন করেন।সোহেল মার্কেট।।
অথচ ফজলুর রহমান খোকার কনিষ্ঠ কুপুএ বহু বিবাহ কারী লম্পট পরবিত্ত লোভী হাবিবুর রহমান শিমুল। নিজ পিতা মৃত্যুর পর বড় ভাই পিতার আসল প্রাপ্ত হলেও সোহেল কে শারীরিক মানসিক অত্যাচার করে। নিজ পিতার সূএে প্রাপ্ত সম্পত্তি দখল করতে মরিয়া হয়ে উঠে পরবিত্ত লোভী শিমুল। মৃতঃ ফজলুর রহমান খোকার বড় ছেলে
আতাউর রহমান সোহেলের একমাএ কন্যা এডভোকেট (শিক্ষসনবীশ) সিনথিয়া রহমান সিফাত গং কে সোহলের পৈত্ডিক সূএে পাও য়া সম্পত্তি কালীর বাজারস্থ সোহেল মার্কেটে ২শতাংশ ২০পয়েন্ট ৩য় তলা ভবন সহ ৬বছর পূর্বে এডভোকেট -সিনথিয়া রহমান সিফাত নিজ মালিকানাধীন জমি ভবনের সরকারী নামজারি খাজনা দিয়ে নিয়মিত ভাড়াটিয়া দের নিকট থেকে ভাড়া নিচ্ছে। এমতাবস্থায় গত-০৪/০৪/ ২০২১তারিখে প্রতারক শিমুল
এড.ভোকেট -সিফাত কে হত্যারর চেষ্টায় আক্রমন করে আগত করে।এ বিষয়ে সিনথিয়া রহমান সিফাত নারায়ণগঞ্জ কোর্ট মামলা দায়ের করে মামলা নং (৭)৫/২০২১ আসামী -১)হাবিবুর রহমান শিমুল ২)মির্জা ফয়েজ আলী ৩)তানভীর হোসেন সোহেল ৪)সুলতান সহ নাম না জানা ,দেখিলে চিনিবো-৮/১০জন সন্রাসী দের সদর থানা পুলিশ গ্রেফতার করে কোর্টে প্রেরন করলে জামিনে এসে সিনথিয়া রহমান সিফাত কে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে।
এ ব্যপারে সিফাত থানায় সাধারন ডায়েরী করে যার নং-১০১২তারিখ -২৮/০৫/২০২১।এডভোকেট -সিনথিয়া রহমান সিফাত জানায়, আসামীরা ভয়ংকর যেকোন সময় হত্যা করা সহ ক্ষতি করতে পারে। এ ব্যপারে জেলা পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন-আইনজীবি মহল।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.