প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৪, ৮:৪১ পূর্বাহ্ণ
আইয়ুব বাচ্চুর গাণ গেয়ে নারায়ণগঞ্জের মঞ্চ মাতালেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক “সেই তুমি কেন এত অচেনা হলে-শামীম ওসমানের অনুরোধে
আইয়ুব বাচ্চুর গাণ গেয়ে নারায়ণগঞ্জের মঞ্চ মাতালেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক “সেই তুমি কেন এত অচেনা হলে-শামীম ওসমানের অনুরোধে
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম। কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি। ওওও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেনো বোঝোনা তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়.... এভাবেই গাণ গেয়ে মঞ্চ মাতালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের অনুরোধে শুক্রবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোট এলাকায় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে গান গাইলেন জুনাইদ আহ্মেদ পলক। সেখানে দেখা গেছে, মঞ্চে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্য শেষে আসন গ্রহণের উদ্দেশে মাইক ছেড়ে দেন প্রতিমন্ত্রী। এ সময় গান গাইতে অনুরোধ করেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। অনুরোধ করে শামীম ওসমান বলেন, ‘আমি এক সময় খুব ভালো গান গাইতাম। এখন গাই না। কিন্তু উনি (জুনাইদ আহমেদ পলক) ভালো গান গায়। আমি শুনেছি। আমরা সবাই তার গান শুনতে চাই।’ এ সময় মঞ্চে দাঁড়িয়ে থাকা প্রতিমন্ত্রী বলেন, ‘এই মঞ্চে আরও একজন আছে আপনার বন্ধু চন্দনশীল (জেলা প্রশাসনের চেয়ারম্যান) খুব ভালো গান গায়। আমি ওনার গান সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে দেখেছি। আমরা তাহলে একসঙ্গে গাই।’ এরপর পলক ও চন্দনশীল একসঙ্গে খালি গলায় প্রয়াত সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’ গানটি শোনান। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.