””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””
আইসিএসএসআর–ইআরসি স্পনসরড একদিনের আন্তর্জাতিক সম্মেলন
ব্যবসায়িক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক আলোচনা কলকাতায়কলকাতা, ১৭ ডিসেম্বর ২০২৫:
ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ–ইস্টার্ন রিজিওনাল সেন্টার (ICSSR–ERC) এর পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হলো একদিনের আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের মূল বিষয় “BUSINESS RESPONSIBILITY FOR SUSTAINABLE DEVELOPMENT”—অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য ব্যবসায়িক দায়বদ্ধতা।

এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ডিপার্টমেন্ট অব কমার্স, শিবনাথ শাস্ত্রী কলেজ, হেরম্বচন্দ্র কলেজ, প্রফুল্লচন্দ্র কলেজ ও উমেশচন্দ্র কলেজ।
সম্মেলনটি অনুষ্ঠিত হলো হারেন্দ্র কুমার হল (সাউথ সিটি কলেজ অডিটোরিয়াম)-এ। ঠিকানা: ২৩/৪৯, গড়িয়াহাট রোড, গোলপার্ক, কলকাতা–৭০০০২৯।

আয়োজক সূত্রে জানা গেছে, এই সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, শিল্পবিশেষজ্ঞ ও চিন্তাবিদরা অংশগ্রহণ করেন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, নৈতিক ব্যবসা, পরিবেশ সংরক্ষণ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি—এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয
সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ থাকছে এবং নির্বাচিত প্রবন্ধগুলি প্রকাশনার সুযোগও পাবে, যা গবেষক ও শিক্ষার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়।

আয়োজকরা জানিয়েছেন, এই সম্মেলনের মাধ্যমে ব্যবসা ও সমাজের পারস্পরিক সম্পর্ককে নতুনভাবে বিশ্লেষণ করা হবে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিকনির্দেশ পাওয়া যাবে।
শিক্ষাবিদ, গবেষক, ছাত্রছাত্রী ও আগ্রহী সকলের কাছে এই আন্তর্জাতিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ জ্ঞান-বিনিময়ের মঞ্চ হয়ে উঠেছে।
