প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২১, ৩:০৮ পূর্বাহ্ণ
আওয়ামীলীগ নেতা হুমায়ুন লাঞ্ছিত কাউন্সিলর প্রার্থী রবিউল সমর্থকদ্বারা-বিষয়টি জানলে আমি পদক্ষেপ নেব,সভাপতি আনোয়ার হোসেন।
নগর সংবাদ।।আওয়ামীলীগ নেতা হুমায়ুন লাঞ্ছিত কাউন্সিলর প্রার্থী রবিউল সমর্থকদ্বারা-বিষয়টি জানলে আমি পদক্ষেপ নেব,সভাপতি আনোয়ার হোসেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবিউল হোসেনের সমর্থকদের হাতে সিনিয়র আওয়ামীলীগ নেতা হুমায়ুন লাঞ্ছিত হবার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ওয়ার্ডের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। হুমায়ুন নিজেও রবিউলের সাথেই রাজনীতি করতেন। এর আগেও রবিউল নিজেই কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের মিছিলে হামলা চালায়। ঘটনার এক প্রত্যক্ষদর্শী সেন্টু জানান, গলাচিপা রেললাইন এলাকায় ঘর তোলা নিয়ে হুমায়ুনের সাথে ধাক্কাধাক্কি হয়। তাকে লাঞ্ছিত করে রবিনসহ কয়েকজন। এরাও মূলত রবিউলের সমর্থক। পরে এলাকার মুরুব্বীরা মিলে বিষয়টি সমাধান করেছেন। হুমায়ুন জানান, কোন কারণ ছাড়াই আমাকে মারধর করার চেষ্টা করেছে তারা। আমাকে একাধিকবার ধাক্কা দেয়া হয়েছে। এটা আমি কোনভাবেই প্রত্যাশা করিনি। রবিউলের সমর্থকদের মাধ্যমে হেনস্থা হলাম। পরে অবশ্য মুরুব্বীরা সমাধান করে দিয়েছেন কিন্তু ততক্ষণে তো আমি লাঞ্ছিত হয়েই গেছি। মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আমাকে কেউ এখনো জানায়নি। বিষয়টি দুঃখজনক। কেন একজনকে লাঞ্ছিত করা হবে। আমাকে বিষয়টি জানালে আমি পদক্ষেপ নেব।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.