জনবিচ্ছিন্নরাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখায়। আওয়ামী লীগ আন্দোলন করতে করতে রাজনীতিতে এসেছে- বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণমানুষের রাজনীতি করে। মানবসেবার ব্রত নিয়ে রাজনীতি করে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করে। তার একটা উৎকৃষ্ট প্রমাণ এ করোনা। করোনাকালে নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিয়েছেন। অসুস্থ মানুষের সেবা দিয়েছেন। অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন। কৃষকের ধান কেটে দিয়েছেন।
দীপু মনি বলেন, সুসময়ে যারা ভিড় জমায় দুঃসময়ে তাদের খুঁজে পাওয়া যায় না। দলের জন্য যাদের ত্যাগ আছে তাদের পদ দিতে না পারলেও অন্তত সম্মানটুকু দেওয়া উচিত। সেটুকুতে যেন আমরা কৃপণতা না করি। যারা হুট করে আসে তারা কখনো টাকা আবার কখনো ক্ষমতার দম্ভে সবাইকে দূরে সরিয়ে জায়গা করে নেন। তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।
মহানগর আওয়ামী লীগে সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মসিক মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ বক্তব্য রাখেন।