প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২১, ৯:৪৪ অপরাহ্ণ
১ জুলাই ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন- সারাদেশে সব অফিস বন্ধ, খোলা থাকবে শিল্প-কারখানা
নগর সংবাদ।।আগামীকাল বৃহ্স্পতিবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই সময়ে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা খোলা থাকবে।আগামীকাল ভোর ৬টা থেকে পরবর্তী সাত দিন জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। করোনাভাইরাসের আগ্রাসী বিস্তার ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় গতকাল সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে ৩১ জুলাই পর্যন্ত। গত রাতে সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, কভিড-১৯ সংক্রমণ রোধে ১ জুলাই ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময়ে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তথ্য বিবরণীতে জানানো হয়, বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। জানা যায়, গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় কঠোর লকডাউনের বিষয়ে আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.