 
								 
												
রাজধানীর আগারগাওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের (ইসি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেখানে কাজ করছে পুলিশ।
শনিবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নামপ্রকাশে অনিচ্ছুক শেরেবাংলা নগর থানার এক উপপরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাত ১০টার দিকে নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। বিস্তারিত পরে জানা যাবে।
তবে এ ঘটনার শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
