সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ বলেছেন, তদন্ত সংস্থা র্যাব বলেছে আজমেরী ওসমানের টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অথচ আজমেরী ওসমানকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা দ্রুত আজমেরী ওসমানের গ্রেপ্তার চাই। এবং এ হত্যার নির্দেশদাতা শামীম ওসমানের গ্রেপ্তার চাই।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহবায়ক, সাংবাদিক এড. মাহাবুবুর রহমান মাসুম, শামীম ওসমান একজন আইন প্রনেতা হয়ে আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়ে তার সহকর্মীকে আদালতে যেতে নিষেধ করেন। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখানোর অপরাধে, ত্বকীকে হত্যার নির্দেশের অপরাধে আমি শামীম ওসমানের গ্রেপ্তার দাবি করছি।
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১১০ মাস উপলক্ষে রোববার (৮ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালন কর্মসূচির অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় কর্মসূচিতে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, যুগ্ন আহবায়ক খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন সামাজিক সংগঠন সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা প্রমূখ।