শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৭
শিরোনামঃ
রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমান ছেলে খুনের মামলা করেন-আসামি লিমন গ্রেফতার রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্পষ্ট ব্যাখ্যা চায় এনসিপি। ফিলাটেলিক ডাকটিকিট প্রদর্শনী, “বঙ্গপেক্স ২০২৫” এর শুভ সূচনা করলেন, রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস। থোরাসিক-ভাসকুলার দল ও ALCATI ক্লিনিকের সূচনা লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স ক্লাবের ক্লাব ডিরেক্টর হলেন লায়ন ফরহাদুল হাসান মোস্তফা নভেম্বর ২০২৫ সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে-প্রেস কাউন্সিল চেয়ারম্যান। প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো অভাবনীয় সংবাদ সম্মেলন।  শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলায়: ২ শ্যুটার সহ গ্রেপ্তার ৫-পিস্তল জব্দ। গাজীপুর, শ্রীপুরে পৃথক দুই স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গোয়ালবাটীর রাস উৎসবের শেষ দিনে আবেগঘন মুহূর্ত — অবসর ঘোষণা করলেন সমাজসেবী সুকান্ত হালদার

আজ অমর একুশে জুলাই পালিত হলো ধর্মতলা ভিক্টোরিয়া হাউস এর সামনে তেরো জন শহীদের স্মরণে।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২২, ২০২৩, ১:১৪ পূর্বাহ্ণ
  • ২৪৬ ০৯ বার দেখা হয়েছে

আজ অমর একুশে জুলাই পালিত হলো ধর্মতলা ভিক্টোরিয়া হাউস এর সামনে। তেরো জন শহীদের স্মরণে।

কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়

আজ একুশে জুলাই শুক্রবার, বেলা বারোটায়,। ধর্মতলা ভিক্টোরিয়া হাউস এর সামনে ,যে মঞ্চ তৈরি হয়েছে, ১৩ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে, সেইখানে আজ সমস্ত মন্ত্রী, বিধায়ক এবং কাউন্সিলরদের উপস্থিতিতে, তেরো জনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং একে একে সংক্ষিপ্ত ভাষণ দেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জীর উপস্থিতিতে, প্রথমে শহীদদের প্রতি মালা দিয়ে শ্রদ্ধা জানান। আজকের এই একুশে জুলাই এর মঞ্চে উপস্থিত ছিলেন,।
No description available.
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জী, সায়নী ঘোষ, সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার মহানগরীক ও মন্ত্রী ফিরাদ হাকিম, মন্ত্রী শশী পাঁজা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ,মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক তাপস রায়, সাংসদ মালা রায়, মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, বৈশ্যানর চট্টোপাধ্যায়,। স্বরূপ বিশ্বাস, বিধায়ক দেবাশীষ কুমার থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী ও বিধায়কগণ এবং প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরগণ। একে একে মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বক্তব্য শুরু করেন এবং সকলেই একইভাবে কেন্দ্রীয় সরকারকে তীব্রভাবে আক্রমণ করলেন। সাধারণ মানুষকে জোর করে আনা যায় না, তারা বুঝতে শিখেছে কারা কাজের মানুষ , আর কারা খুন খারাপী করা ছাড়া, আর মিথ্যা কথা ও কটুক্তি ছাড়া কিছু করার ক্ষমতা নাই,
No description available.
আর সবাইকে সিবিআই সিআইডির ভয় দেখানো , তবে আমরা সিবিআই, সিআইডি কে ভয় পাই না, মাননীয় মুখ্যমন্ত্রী সবার পাশে থাকেন, সবার উন্নয়নের কথা ভাবেন, আজ একটার পর একটা প্রকল্প সাধারণ মানুষদের হাতে বাড়ির মেয়েদের হাতে এবং ছেলেদের হাতে ও ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিয়েছেন। কন্যাশ্রী থেকে রূপশ্রী, রূপশ্রী থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বার্ধক্য ভাতা স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্প একের পর এক উপহার দিয়েছেন।
No description available.
শুধু তাই নয় কেউ দুর্ঘটনায় মারা গেলে তাদের পরিবারকে দু লক্ষ টাকা ও চাকরির ব্যবস্থা করে দিয়েছেন বা এখনো করে দিচ্ছেন,। গ্রামে গঞ্জে গিয়ে সাধারণ মানুষের কথা শুনছেন তাদের সুবিধা অসুবিধা পূরণ করার চেষ্টা করছেন তাই আজ এত মানুষের সমাগম জলে বৃষ্টিতে ভিজেও তারা অপেক্ষা করছেন তাদের দিদিকে দেখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখার জন্য অভিষেক ব্যানার্জীকে দেখার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,। যত রকম ভাবেই জব্দ করার চেষ্টা করব না কেন, আমি কিভাবে আদায় করতে হয় সেটা জানি আমাদের বহু প্রকল্পের টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার আমরা তা আদায় করেই ছাড়বো।, পশ্চিমবঙ্গে বিজেপির কোথাও থাকবে না, যতই আমার নামে কুৎসা রটাক আমার দলের নামে কুতসা রটাক, গ্রামবাংলায় পঞ্চায়েত ভোটে , জনগণ ব্যালট এ ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন তারা কাকে চায়, আমাদের দল গুন্ডাবাজি করে না কারণ তারা জানে, আমরা এমনিই জিতবো, সবাই তার কাজের দিদিকে চায়,
কাজের মানুষকে চায়, গ্রাম গঞ্জের মানুষ কি আজ কোথাও ছুড়তে হয় না সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছি। সকল বক্তৃতা শেষে জাতীয় সংগীত গে আজকের সমাবেশ সমাপ্ত করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা আরম্ভ হওয়ার এক ঘণ্টা পর থেকেই প্রচন্ড পরিমাণে মাঝে মাঝে বৃষ্টি হতে থাকে যে সকল কর্মীরা আজকের সবাই এসেছিলেন তারা ভিজলেও মঞ্চের সামনে ছেড়ে কোথাও যাননি। সভা শেষ হওয়া পর্যন্ত হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ছিলেন। সভা চলাকালীন মেডিকেল ক্যাম্প, জল, ডাক্তার অ্যাম্বুলেন্স সমস্ত কিছুরই ব্যবস্থা রাখা ছিল। সভা শেষ হতেই মঞ্চ থেকে সকলকে অনুরোধ করেন, ঘোষণা করেন, আপনারা মঞ্চের সামনে থেকে চলে যান , কারণ আমরা প্রশাসনকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম, আমাদেরকে এক ঘন্টা সময় দেওয়ার, আমরা তার মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করে দেব, সেই মতো কর্পোরেশনের কর্মীরা সভা শেষ হতেই , পরিষ্কার করতে নেমে গেছেন এবং তারা পরিষ্কার করছেন, তাদেরকে আপনারা সহযোগিতা করুন, তাদেরকে ছেড়ে দিন ,কারণ যান চলাচল আমরা শুরু করে দেবো। ট্রাফিক অফিসারদের আমরা নির্দেশ দিচ্ছি, তারা জাতে যান চলাচল সব দিকে শুরু করে দেয়,। কয়েক মুহূর্তেই কর্পোরেশনের কর্মীরা সমস্ত কিছু পরিষ্কার করে রাস্তা সাপ করে দেন আমাদের ক্যামেরায় সেই রকম চিত্র ধরা পরলো।

শম্পা দাস—-সহ সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell