আজ ২৯শে ডিসেম্বর শুক্রবার, সকাল ১১ টা থেকে বিকাল চারটা পর্যন্ত কলকাতার খাদ্য ভবণের সামনে, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ডাকে, ধর্ণায় বসলেন এবং ডেপুটেশন দিলেন, এবং তারা জানিয়ে দিলেন, যদি সরকার আমাদের কথা মেনে না নেয়, আমরা রেশন দেওয়া বন্ধ করতে বাধ্য হব।
কেন্দ্র ও রাজ্য সরকারের দমনমূলক নীতির কারণে হতাশায় ও অনটনে ভুগছেন রেশন ডিলারেরা, তাই এই ভ্রান্ত নীতির ফলে গ্রাহকরা তাদের কে বিভিন্নভাবে আক্রমণ করছেন এবং কথা শোনাচ্ছেন, আজ প্রাই দেড়শ থেকে ২০০ রেসন ডিলার আজকে এই ধর্ণায় শামিল হন, ধর্ণা মঞ্চে আজ তারা জানিয়ে দেন,
পয়লা জানুয়ারী ২০২৪ সোমবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালীন জন্য রেশন বন্ধ থাকবে । ১৬ই জানুয়ারী ২০২৪, মঙ্গলবার, সকাল ১১ টায় দিল্লী রামলীলা ময়দানে জমায়েত হবেন। ১৬ই জানুয়ারী মঙ্গলবার
,সংসদ অভিযান ও মাননীয় প্রধানমন্ত্রীকে গন ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেন, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন। আজ ধর্ণা মঞ্চে মুর্শিদাবাদের এক গ্রাহক ও স্থায়ী বাসিন্দা আসলাম সেক এরএকটি চিঠি সবার সামনে তুলে ধরেন, sphh5টি রেশন কার্ড আছে ,গত অক্টোবর এবং নভেম্বর ২০২৩ মাসের ইপিওএস অনুযায়ী চারটি রেশন কার্ডের দ্রব্য পেয়েছেন,
কিন্তু কম্পিউটার চেকিং করে দেখা যায় ,তার পাঁচটি কার্ড আধার লিঙ্ক যুক্ত ,তিনি একটি কার্ডের কোন কিছু দুমাস যাবত পাননি। তাই তিনি সেই রেশন পাওয়ার আবেদন জানান। কেন আধার লিঙ্ক থাকা সত্ত্বেও রেশন পাননি ,তার উত্তর তিনি চেয়েছেন। কেন এই ধরনের কারচুপি চলছে।