বিকেল পাঁচটায়, ....। যাহারা সবাই স্টুডেন্ট, আর তার ফাঁকে তাদের এই আঁকা ছবি আজ পদর্শিত হল গ্যালারীর মধ্যে, এবং যারা নিজেদের উপার্জনের পয়সা জমিয়ে এই প্রদর্শনী করে মানুষের সামনে তুলে ধরলেন, তাদের চিত্রগুলি ,তারা চেষ্টা করেছেন মানুষের কাছে ও দর্শকদের কাছে কিছু ভালো ছবি উপহার হিসেবে প্রদর্শনীতে স্থান দেওয়া, তাই চারটি শিল্পী আপ্রাণ প্রচেষ্টা ও তাদের চিত্রগুলি মানুষের কাছে পৌঁছাক এবং তাদের ভালোবাসা ও মতামত এই চারজন শিল্পীকে আরও এগিয়ে নিয়ে যাক এটুকুই শিল্পীরা আশা করেন, আর যাহারা এই চারজন শিল্পীকে উৎসাহিত করেছেন অনুপ্রেরণা জুগিয়েছেন তারা হলেন ,কেউ শিক্ষক মহাশয় ,কেউবা বাড়ির অভিভাবক।
আর চারজন শিল্পী পড়াশোনার ফাঁকে, কিছুটা সময় বের করে ছবি সৃষ্টি করেন, আস্তে আস্তে তারা আরো ভালো ছবি করার পরিকল্পনা করছেন, কিভাবে মানুষের কাছে তুলে ধরা যায় ,কোন ছবি, আজ এই চারজন শিল্পীর ২৪ খানি ছবি প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে,। আর যার উদ্যোগে আজকের প্রদর্শনী শুভ সূচনা হলো ,তিনি হলেন মৌপর্না দেবনাথ আর তাকে তিন বন্ধু ও বান্ধবী মিলে সহযোগিতা করেছেন ,তারা হলেন তমালিকা ভট্টাচার্য ,সৌভিক দাস এবং সঞ্জয়, যাদের ছবি প্রদর্শনীতে রয়েছে, আজকে এই প্রদর্শনী শুভ সূচনা করলেন, বিশিষ্ট চিত্রশিল্পী ও তাহা সাথে বিশিষ্ট লেখিকা, সুব্রত ঘোষ মহাশয় এবং মৌসুমী শূর রায় মহাশয়া
, অনুষ্ঠানের শুরুতেই ফিতে কেটে কেটে এবং একটি কবিতার মধ্য দিয়ে এই প্রদর্শনের শুভ সূচনা করলেন। ,। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন অনুরাধা বন্দোপাধ্যায় শ্যামা দাস মলয় দাস মহাশয় বিশিষ্ট চিত্রশিল্পী রা এবং অন্যান্য সদস্যরা ও উপস্থিত সম্মানিত অতিথিরা, প্রত্যেককে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান এরপর একে একে সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে একটি কথাই বলেন শিল্পীরা থেমে থাকে না তাদের হাত ও তুলির টানে যে কোন জিনিস সৌন্দর্য হয়ে উঠতে পারে এবং মানুষের সামনে তুলে ধরতে পারে কিন্তু দুটি বছর করো নয় শিল্পীরা প্রায় বসে গিয়েছিল কিন্তু তাদের হাত থেমে থাকেনি তাদের শিল্প চর্চা চালিয়ে গেছে, তাই আজ এই চারটি শিল্পী তাদের প্রাণপণ চেষ্টায় আজ তারা নিজেদের অর্থে এই সুন্দর প্রদর্শনী করে মানুষের মন কেড়ে নিলেন।
আমরা এদেরকে ধন্যবাদ জানাই এই আগ্রহ, জেনো আরো বড়ো এবং আরো বড় কিছু করে মানুষের মন জয় করতে পারে,। দর্শকদের উদ্দেশ্যে জানাবো আপনারা আসুন এই প্রদর্শনী পরিদর্শন করুন ,আর এই নতুন নতুন শিল্পীদের উৎসাহিত করুন.... এই এক্সিবিশন চলবে সাতাশে ডিসেম্বর থেকে আটই জানুয়ারী পর্যন্ত ,প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত্রি আটটা পর্যন্ত.....।