প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২২, ১১:৫৮ অপরাহ্ণ
আজ গিরিশ পার্কের সামনা সামনি মেট্রো লাইনের গলোজোগ দেখা দেয়ায় সমস্ত মেট্রো চলাচল বন্ধ
নগর সংবাদ,রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।।আজ গিরিশ পার্কের সামনা সামনি মেট্রো লাইনের গলোজোগ দেখা দেয়ায় সমস্ত মেট্রো চলাচল বন্ধহয়ে যায়,
বিকেল পাঁচটা পর্যন্ত শ্যামবাজার থেকে পাক স্টিট মেট্রো স্টেশন পর্যন্ত কোন মেট্রো চলাচল করতে পারেনি, নিত্যযাত্রীরা বিপাকে পড়ে তাড়া স্টেশনে এসে ভিড় জমাতে থাকে, ট্রেন চলাচলের অপেক্ষায়, কিন্তু কোনরকম না জানতে পারায় তারা ওখানেই দাঁড়িয়ে থাকে , পরেই স্টেশন কর্তৃপক্ষ মেট্রোরেলের বাইরের গেট হঠাৎ শাটার নামিয়ে বন্ধ করে দেয়, পরে জানা যায় রেল কর্তৃপক্ষ শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত রেল চলাচলের ব্যবস্থা করেন, যাত্রীসাধারণ যারা যারা কবি সুভাষ মেট্রো দিকে যাবেন তারা ময়দান থেকে ট্রেন ধরতে পারবেন বলে ঘোষণা করেন এবং যারা দক্ষিণেশ্বর যাবেন তাদেরকে শ্যাম বাজারের মেট্রো স্টেশনে যেতে বলেন, প্রতিদিনের অফিস যাত্রীরা যারা সময়ে ট্রেন ধরে অফিসে আসেন এবং যান তারা আজ বিপদের মধ্যে পড়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.