প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৪, ৮:০১ পূর্বাহ্ণ
আজ দেওয়ান আহম্মদ চানঁ শাহ রহঃ বাবা জানের পবিএ ওরশ মোবারক
আজ দয়াল আহম্মদ চানঁ শাহ রহঃ বাবা জানের পবিএ ওরশ মোবারক
নগর সংবাদ।। নারায়ণগঞ্জ সদরে, পীরে কামেল মূর্শিদে মোকাম্মেল হযরত শাহসূফী সৈয়দে খাজা দেওয়ানে গোলাম রাজায়ে শাহেন শাহ দয়াল আহম্মদ চাঁন শাহ (রহঃ) বাবা জানের ২১ তম হায়াতুল মুরসালিন উপলক্ষে ২ দিন ব্যাপী ওরশ মোবারক উদযাপিত হতে যাচ্ছে। আপনারা স্ববান্ধবে আমন্ত্রিত। অনুষ্ঠান সূচীঃ ১ম দিন ০১/৫/২০২৪ইং বুধবার বিকালে আসর নামাজ বাদ নিশান উরানো ফাতেহা ও দোয়ার মাধ্যমে উক্ত মহতি ওরশ মোবারক সূচনা করেন পীরে কামেল শাহসূফী শাহ মোঃআমির হোসেন দেওয়ান ও দয়াল বাবা অন্যতম খাদেমে বাদশাহ ঃআব্দুল রিয়েল রাজা (রাজা শাহ) এবং অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিতিতে।
২য় দিনঃ ০২/৫/২০২৪ইং বৃহ:পতিবার সারাদিন ব্যাপী দোয়া, ফাতেহা পাঠ,দুপুরে তবারক বিতরণ। আসর নামাজ বাদ বাবাজানের রওজা গোসল মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হবে,রাত ৯ঘটিকায় মিলাদ মাহফিল দোয়া শেষে নেওয়াজ বিতরণ। রাত ব্যাপী বাউল ছামা হবে। গান পরিবেশন করবেন-প্রখ্যাত বাউল শিল্পি সাধক চাঁন শরীফ।সকালে ফল ফাতেহা নেওয়াজ বিতরন হবে।উক্ত মহতি মাহফিল বাবাজানের ওরশে আশেকান, জাকেরান, মুরিদান ভক্ত বৃন্দের উপস্থিতি কামনা করছি। উল্লেখ্য ঃ পীরে কামেল হযরত শাহশূফী মালেক চাঁন শাহ (রহঃ) মালেক দেওয়ান হুযুরের একান্ত ভক্ত দয়াল বাবা আহম্মদ চাঁন শাহ (রহঃ) আরজ গুজার ঃ মোঃআমির হোসেন দেওয়ান
পরিচালনায়ঃখাদেমে বাদশাহ- আব্দুল রিয়েল রাজা(রাজা শাহ)
আয়োজনে ঃ বাবাজানের ভক্ত বৃন্দ।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.