আজ ২৪ শে জুলাই সোমবার, নায়ক উত্তম কুমারের ৪৩ তম তিরোধান দিবস , এই উপলক্ষে বিকেল পাঁচটায় ,উত্তম কুমার মৃত্যুবার্ষিকী মেমোরিয়াল কালচার কমিটির পরিচালনায়, উত্তম মঞ্চে এক উত্তম স্মরন সন্ধ্যার আয়োজন করেন।
এই সুন্দর সন্ধ্যায় অগণিত উত্তম কুমার প্রেমী মানুষেরা মঞ্চে প্রবেশ করেন এবং সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অভিনেত্রী সোমা দে, বিখ্যাত সুরকার এবং ক্যালকাটা কোয়ারের প্রতিষ্ঠাতা ও শিল্পী কল্যাণ সেন বরাট মহাশয়, উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন, কার্তিক ব্যানার্জী
, সহ এক ঝাঁক স্বনামধন্য সংগীত শিল্পী। রং উপস্থিত ছিলেন উত্তম কুমার মৃত্যুবার্ষিকী মেমোরিয়াল কালচারাল কমিটির কর্ণধার। আজকের এই স্মরণ সন্ধ্যায়, বিশেষ অতিথীদের উপস্থিতিতে, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
প্রদীপ উজ্জ্বলনের পর একে একে সম্মানীয় অতিথিদের ব্যাচ, উত্তরীয় পরিয়ে এবং উত্তম কুমারের একটি স্মারকলিপি দিয়ে সম্মানিত করেন, এছাড়াও সংস্থার কর্ণধার যে সকল টেকনিশিয়ান কর্মী উত্তম কুমারের সাথে কাজ করে গেছেন ,এখনো তারা কাজের মধ্যে রয়েছেন ,তাদের মধ্যে কয়েকজনকে সম্মানিত করলেন ও সামান্য অর্থ দিয়ে সম্মানিত করলেন, সন্ধ্যে থেকেই স্বনামধন্য শিল্পীরা, একে একে মঞ্চে গান গেয়ে দর্শকদের মন ভরিয়ে তুললেন।, তবে কোনো নতুন ছায়াছবি বইয়ের গান নয় ,সেই সময়কার উত্তম কুমারের ছবিতে যে সকল গান ব্যবহৃত হয়েছিল, আজ শিল্পীদের কন্ঠে সেই সকল গান কন্ঠে ফুটে উঠল এবং গানের মধ্য দিয়ে মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করলেন। আজকে অনুষ্ঠানে স্বনামধন্য শিল্পীদের মধ্যে ছিলেন,, শম্পা কুন্ডু, সৈকত মিত্র, ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য্য, লোপামুদ্রা মিত্র থেকে শুরু করে এক ঝাক নবীন ও প্রবীণ শিল্পী। এর সাথে সাথে দুজন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন একজন হলেন দেবলীনা কুমার ,আরেকজন হলেন উত্তম কুমারের পরিবারের একজন মহুয়া চ্যাটার্জী।।