আজ ১০ই সেপ্টেম্বর ২০২৩, রবিবার ঠিক সকাল সাড়ে দশটায়, উত্তর কলকাতার জনহিত প্রকল্প এবং ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড , একটি হার্স ভ্যান দান করলেন অভাবীদের সেবা করার জন্য। উওর কলকাতার জনহিত সংকল্প এন কে জে এস এবং ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, এন এফ এল একত্রিত হয়ে সুবিধা বঞ্চিতদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেললেন,

এবং যৌথ প্রচেষ্টায় সিএস আর প্রোগ্রামের অধীনে এন এফ এল দ্বারা উদারভাবে অবদান রাখা একটি হার্স ভ্যান হস্তান্তরের মাধ্যমে নজির করলেন।, আজ একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে ,এই ভ্যানের শুভ সূচনা হয় এবং হস্তান্তর হয়,। এবং সকলে একত্রিত হয়, স্থানীয় উপস্থিত ছিলেন শ্রী রীতেশ তিওয়ারী ,এন এল এফ এর স্বতন্ত্র পরিচালক, ডক্টর সুনীতি কেপি চেয়ারম্যান, ডাবলু ডিবি, ইলেকট্রিক এন্ড কম্পিউটার সফটওয়্যার এক্সপোর্ট প্রমোশনাল কাউন্সিল, ভারত সরকার,

এবং সেক্রেটারি জেনারেল ইন্দো বাংলা কাউন্সিল,। শ্রী মনোজ কৃষ্ণ, মিশ্র শুল ও পরোক্ষ করের সহকারী কমিশনার, শ্রী কৌশিক সেন, আর্থিক বিশেষজ্ঞ, লেখক এবং রোটারী মিনস বিজনেস কলকাতার সভাপতি।,। শ্রী অতুল সিং, ভাইস প্রেসিডেন্ট ইমামি গ্রুপের সিএসআর, সজল মহারাজ রামকৃষ্ণ মিশন, উপস্থিত সকল অতিথিরা ভারতমাতার সামনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন, এবং ভারত মাতাকে ফুল দিয়ে প্রণাম জানান,

সকল অতিথিদের ব্যাচ উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন এবং হাতে পুষ্পস্তবক তুলে দেন, যে সকল সম্মানিত অতিথীরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বলেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এন এফ এল এর রীতেশ তেওয়ারি কাছ থেকে এন কে আই এস এর সভাপতি শ্রী যশবন্ত সিং কাছে হার্স ভ্যানের চাবি হস্তান্তর করেন।।
বক্তৃতার মধ্য দিয়ে একটি কথা তুলে ধরেন, এরকম একটি শববাহী গাড়ি আগে কোনদিন দিন, কোন সংস্থা বা এনজিও দেয় না, কোথাও এই ধরনের গাড়ি এখনো পর্যন্ত ব্যবহার হয় না, গাড়িটির মধ্যে একটি মৃত মানুষকে বেশ কয়েক ঘন্টা ফিজার করে রাখা যায়, কোনরকম দুর্গন্ধ বা কিছু হবে না, শুধু তাই নয়, এই গাড়িটিতে দশটি আসন বিশিষ্ট , পরিজনেরা যেতে পারবে, অন্যান্য গাড়িতে নাই, এই গাড়িতে করে দূর দূরান্ততে ও এই ধরনের মৃত মানুষকে নিয়ে যাওয়া যেতে পারে।,

সংস্থার সভাপতি যসবন্ত সিং বলেন, আমরা বিভিন্নভাবে মানুষের পাশে সারা বছর সহযোগিতার হাত বাড়িয়ে দিই কিন্তু এই ধরনের একটি গাড়ি আমরা অনেকদিন আগে থেকেই সংকল্প করেছিলাম। মানুষের জন্য নামানো, আজ যৌথ উদ্যোগে সম্পূর্ণভাবে সার্থক হলো, সাথে সাথে যোগাযোগের ব্যাপারটাও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরলেন, সংস্থার বিভিন্ন রকম সাইড দেওয়া আছে এবং ফোন নাম্বার, কারো যদি এই গাড়ি প্রয়োজন হয় ,অতি অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।।
সংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো