প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৬:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২২, ১:৫৭ পূর্বাহ্ণ
আজ রবীন্দ্রসদনে ঐকতান অস্ট্রেলিয়া সিডন আয়োজিত, দেবী সাহার উদ্যোগে গুণীজনদের সম্বর্ধনা
রিপোর্টার, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।। আজ রবীন্দ্রসদনে ঐকতান অস্ট্রেলিয়া সিডন আয়োজিত, দেবী সাহার উদ্যোগে গুণীজনদের সম্বর্ধনা
ও গ্রন্থ প্রকাশন অনুষ্ঠানের আয়োজন এবং আজ একটি সুন্দর দিন, শিশু দিবস ,তার সাথে সাথে তিনদেশের জাতীয় সংগীতের সাথে সাথে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন দেবী সাহার মা আশা লতা দেবী সহ ছোট বোন জয়শ্রী সাহা এবং উপস্থিত সম্মানীয় কবি সাহিত্যিকরা একত্রিতভাবে, সুদূর বাংলাদেশ আশা লতা দেবী এবং ছোট মেয়ে জয়শ্রী সাহার উপস্থিতিতে এবং দিদি, দেবী সাহা যিনি এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে আয়োজন করার ব্যবস্থা করেছেন শুধু অস্ট্রেলিয়া থেকে বিখ্যাত কবি লেখক এবং শিল্পী দেবী সাহা। কলকাতা রবীন্দ্র সদনে যা আজ অনুষ্ঠানের মাধ্যমে , এবং তাহার গুণবুদ্ধ সদস্যদের পরিচালনায় কবি সাহিত্যিক ও শিল্পীদের সম্বর্ধনা দিলেন।
সুদূর অস্ট্রেলিয়া থেকে দেবী সাহার এই অনুষ্ঠানে যোগ দিলেন মা আশালতা দেবী ও বোন জয়শ্রী দেবী বাংলাদেশ থেকে কলকাতা রবীন্দ্র সদনে, তারা গর্বিত কলকাতায় এই ধরনের সুন্দর অনুষ্ঠান করতে পেরেছে এবং গুণীজনদের সংবর্ধনা দিতে পেরেছে তাহার জন্য, আমি চির কৃতজ্ঞ। চির কৃতজ্ঞ সকল ঐকতান অস্ট্রেলিয়া সিডন এর সদস্যবৃন্দরা, আজকের এই অনুষ্ঠানে বেশ কিছু কবি শিল্পী ও সাহিত্যিকদের সম্বর্ধনা দিলেন এবং তাহাদের হাত ধরেই বেবিশাহার একটি গ্রন্থ প্রকাশিত হলো আজকে সম্মানিত ব্যক্তিদের মধ্যে ছিলেন , কল্যাণ সেন বরাট মহাশয় সংগীতশিল্পী, পঙ্কজ সাহা মহাশয় দূরদর্শন , কবি জয়দেব চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ মুখার্জি, কবি অরুণ মুখার্জি, মাখন লাল সাহা বাংলাদেশ,
পার্থ সারথী ঝা, সংগীত পরিচালক স্বপন সেন ,কবি কৃষ্ণা বসু , সংগীতশিল্পী ভাস্কর রায় ভাস্কর জালাল বাংলাদেশ, সেরা ও সম্মানিত হন অন্যান্য অতিথিবৃন্দ, এবং যে সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তাহাদের মধ্যে আশীষ ঘোষ, শাশ্বতী চট্টোপাধ্যায় সরস্বতী দাস ও আরো অনেকে, তাদের কথায় উঠে আসে, যেভাবে বাংলা ও সংস্কৃতিকে দূরে সরিয়ে দিচ্ছে শিশুদের কে বাংলা ভাষা থেকে অন্ধকার জগতে নিয়ে যাচ্ছে দেবী সাহা, সেই বাংলা ভাষাকে ধরে রাখার চেষ্টা করছেন এবং 23 24 বছর ধরে তার পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছেন যিনি আমাদের কাছে বঙ্গ কন্যা রূপে পরিচিত রইলেন। তাই তাহার গ্রন্থ জননী থেকে অনেক কিছুই জানা যাবে বলে আশা করা যায়,। এবং এই জননী বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ুক শুধু ভারত-বাংলাদেশ অস্ট্রেলিয়া নয় সারা বিশ্বে এটাই তাদের বার্তা.....। আজ এই সম্বর্ধনা অনুষ্ঠানে সবাই দেবী সাহা কে শুভেচ্ছা জানান। দূর থেকে এই ধরনের অনুষ্ঠান করে আমাদেরকে সম্মানিত করায় ।।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.