শহর প্রতিনিধি।। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলার অন্তর্গত মুছাপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। বক্তব্যের শুরুতেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। মুসাপুর ইউনিয়নের নেতৃবিন্দুদের উদ্দেশ্যে বলেন মুসাপুর ইউনিয়নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন। এর পাশে শীতলক্ষা নদী এবং ব্রহ্মপুত্র নদী বয়ে যাচ্ছে; এ অঞ্চলে বহু সনাতন ধর্মাবলম্বীর তীর্থস্থান ও প্রচুর পূজা মণ্ডপ রয়েছে। এজন্য মুসাপুর ইউনিয়ন আমাদের সাংস্কৃতিক, ঐতিহ্যগত ও রাজনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে। এই অঞ্চলের মানুষ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তারা সব সময় আমাদের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবে, এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা।
শুক্রবার ( ১০ অক্টোবর) বিকেল চারটায় মুছাপুর ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে এই কর্মীসভার আয়োজন করা হয়। তিনি আরও বলেন বন্দর উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ, কাগজে কলমে পরিকল্পনা করা যথেষ্ট নয়; কাজের বাস্তব চর্চাই ফলবতী। আপনাদের প্রত্যেক ওয়ার্ডের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে হবে; সাধারণ মানুষের দুয়ার দুয়ারে গিয়ে তাদের খোঁজ-খবর নিতে হবে। কোন এলাকায় মানুষের সমস্যা আছে তা খুঁজে বের করে সেখানে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব নিন। না হলে ফ্যাসিবাদী সরকারের আমলে যে নিপীড়ন হয়েছিল, সেই তুলনায় ভবিষ্যতে আরও বেশি দুর্দশার মুখে পড়তে হতে পারে এজন্য সকলে যদি সংহত না হন, বিপদ বেড়ে যেতে পারে।
তিনি উল্লেখ করেন সামনে নির্বাচন আসছে। আজ শুক্রবার একটি ইসলামিক দল তাদের প্রকৃত চরিত্র উন্মোচন করেছেন তাদের মিছিল থেকে আমরা কিছু সতর্কতামূলক সংকেত দেখতে পেয়েছি। মিছিল থেকে যে বক্তব্যগুলো শোনা গেল পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করা হবে না এমন কথা এবং “দরজায় দরজায় গিয়ে দাড়িপাল্লায় (একভাবে) ভোট চাওয়ার মতো আওয়াজ এগুলো দেখে প্রশ্ন জাগে: ধর্মকে কি আপনরা ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন? আপনাদের স্বাধীনতার সার্বভৌমত্ব ও দেশের সংবিধান সম্পর্কে কি ধ্যান-ধারণা আছে? তিনি আরো সতর্ক করে বলেন যদি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, তা অনির্দিষ্ট বা ব্যাহত হয়, তাহলে বাংলাদেশের জনগণ ভুলে যাবে না তারা নির্দোষভাবে এটিকে কিছু দলের দায়ে ঠেকাবে; এবং তার রাজনৈতিক প্রতিক্রিয়াও কঠোর হবে। আমরা বুঝে নিয়েছি যে ক্ষমতা ধরে রাখার জন্য কৌশল প্রয়োগ করা হলে যেন ১৬ বছর যাবৎ হাসিনা শাসন কালে কিছু প্রক্রিয়া দেখা গিয়েছিল তেমনই কৌশলে কেউ পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করলে, তা দেশের মানুষের গ্রহণযোগ্য হবে না। শেষে তিনি দৃঢ় আশ্বাস এবং নির্দেশ দেন আমাদের কাজ হবে পরিষ্কার: দলীয় ঐক্য বজায় রেখে জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের আস্থা পুনরুদ্ধার করা, সৎ ও স্বচ্ছ রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করা এবং যে কোনো ধরনের ধর্মীয় ও জাতীয় মৌলিক অধিকার লঙ্ঘনকারী প্রয়াস থেকে জনগণকে রক্ষা করা।
সবাই একযোগে কাজ করলে, মুসাপুরসহ বন্দর উপজেলার প্রতিটি ওয়ার্ডে জনআস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। আজই শুরু করুন ওয়ার্ড লেভেলে সংগঠন জোরদার করুন, মাঠে নামুন এবং মানুষের ভরসা অর্জন করুন। পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।