প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২২, ৩:৪৩ পূর্বাহ্ণ
আজ সারাবাংলা মিড-ডে-মিল কর্মীরা, সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করেন
নগর সংবাদ,,রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।।আজ সারাবাংলা মিড-ডে-মিল কর্মীরা, সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করেন
আজ সারাবাংলা মিড-ডে-মিল কর্মীরা, সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করলেন, রানী রাসমণি রোড পর্যন্ত,.....। আজ বেলা দেড়টার সময় , বিভিন্ন জেলা থেকে প্রায় দুই থেকে আড়াই হাজার মিড-ডে-মিল কর্মীরা মিছিল করে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হন এবং সেখান থেকে 12 দফা দাবি জানিয়ে স্লোগান দিতে দিতে রানী রাসমণি রোডের মঞ্চে উপস্থিত হন। তাদের প্রথম দাবী 21 হাজার টাকা বেতন এবং সরকারী সুযোগ-সুবিধা অবিলম্বে দিতে হবে, এছাড়া দরিনা ক্রসিং এর সামনে ধর্মতলার মুখে মিছিল আসার সাথে সাথে মিড-ডে-মিল বাজেটের কুশপুতুল দাহ করেন ,মিড-ডে-মিল কর্মীরা। মঞ্চে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার পর ডেপুটেশন দেন,। মিড ডে মিল কর্মীদের দাবি গুলি হল.....। মিড ডে মিল প্রকল্প কে বেসরকারি করণ করা চলবেনা, মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, ভারতীয় শ্রম সম্মেলনের সুপারিশ অনুযায়ী মিড ডে মিল কর্মীদের ন্যূনতম বেতন 21 হাজার টাকা দিতে হবে। , বছরে দশ মাস নয় 12 মাসের মাসিক বেতন প্রদান করতে হবে, মিড ডে মিল কর্মীদের অবসর কালীন ভাতা 5 লক্ষ টাকা প্রদান করতে হবে, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কাজের জন্য সবেতন ছুটি দিতে হবে বছরে 24 দিন, মিড ডে মিল কর্মীদের পিএফ পেনশন বোনাস দিতে হবে, ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাদ্যের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়াতে হবে, মিড ডে মিল কর্মীদের জন্য খাদ্য বরাদ্দ করতে হবে, মিড ডে মিল কর্মীদের জন্য বছরে দুই সেট পোশাক প্রদান করতে হবে, প্রতি 25 জন ছাত্র-ছাত্রী রান্নার জন্য একজন কর্মী নিয়োগ করতে হবে, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, কর্মীদের যাতায়াতের জন্য সাইকেল দেওয়ার ব্যবস্থা করতে হবে। আদি 12 দফা দাবি নিয়ে একটি বিশাল মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি সভাপতি অশোক ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন সনাতন দাস, সুনন্দা পন্ডা ও অন্যান্য মহিলা নেতৃবৃন্দ ।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.