আজ ১৭ ই আগস্ট বৃহস্পতিবার, নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্র আয়োজিত, সাঁকরাইল থানা উপস্থিতিতে এবং হাওড়া সিটি পুলিশের তত্ত্বাবধানে একটি সুন্দর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নাম দেওয়া হয়…. উৎসর্গ রক্তদান শিবির…। একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন,
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের সিপি সাহেব প্রবীণ ত্রিপাঠী, ও দক্ষিণ হাওড়ার বিধায়িকা শ্রী মতী নন্দিতা চৌধুরী মহাশয়া, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ, কোন রক্তদান শিবিরের শুভ সূচনা হয় ফিতে কাটার মধ্য দিয়ে, এরপর একে একে অতিথিদের বরণ করে নেন উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে। সকাল থেকেই একে একে পুলিশ আধিকারিকেরা রক্ত দিতে থাকেন এবং সবাইকে আহ্বান জানান রক্ত দেওয়ার জন্য।
কারণ যেভাবে রক্তের ঘাটতি চলছে, তাতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন এবং এক ফোঁটা রক্ত দান করে আরেকটি মানুষের যাতে প্রাণ বাঁচে তাহার জন্য এই উদ্যোগ বলে জানান সিপি সাহেব ও উপস্থিত বিধায়ীকা নন্দিনী চৌধুরী মহাশয়া, তিনি বলেন এই ধরনের রক্তদান শিবিরে সবার এগিয়ে আসা উচিত এবং সবার সহযোগিতা ছাড়া কখনোই কোন কাজ সফল হয় না, আজকে সবাই আমাদের পাশে এগিয়ে আসায় আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। শুধু তাই নয় সিপি সাহেব জানান, যেখানেই এই ধরনের রক্তদান শিবির হবে ,আমি অতি অবশ্যই উপস্থিত থাকবো, পাশে থেকে উৎসাহিত করবো। রক্তদান জীবন দান, ।