আজ ১০ ই মহররম ১৭ (জুলাই) বুধবার পবিএ আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জে মানুষের অংশগ্রহণে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য। বিভিন্ন জায়গা থেকে তাজিয়া বের করা হয় মেট্রোহল,দেওভোগ,মন্ডলপাড়া আরো বেশ কয়েকটি নগরীর প্রধান সড়ক ঘুরে ডিআইটির মন্ডলপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।
শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শ কে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসাইন (রা:) এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জল হয়ে থাকবে আজীবন।
হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।
কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জোগায়।শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।এই মিছিলের মাধ্যমে তারা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সত্য ও ন্যায়বিচারের পথে চলার শপথ নেন।