নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে ওই তরুণকে আটক করেছে থানা পুলিশ।আটক তরুণ নাম সাবিদ হোসেন (২০)। তার বাবার নাম মনিরুল ইসলাম দর্পণ। তার বাড়ি উপজেলার দুপ্তরা ইউনিয়নের খানপাড়া গ্রামে।
পুলিশ জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ঘরের ভেতর সাবিদ হাতে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন নিয়ে খেলা করছে এবং তা নাড়াচাড়া করছে। ভিডিওটি গত ২-৩ দিন ধরে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হলে পুলিশ তাকে আটক করে।
তবে এ ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে পারেনি পুলিশ। অস্ত্রটির অবস্থান ও উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, ভিডিওতে দেখা তরুণকে আমরা আটক করেছি। তবে অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। আমরা তদন্ত করে দেখছি অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং তার কাছে কীভাবে গেল।
তিনি আরও বলেন, ভিডিওতে যে সাবিদকে দেখা গেছে, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, তা যাচাই করা হচ্ছে।