প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৪, ২:০৭ পূর্বাহ্ণ
আড়াইহাজারে নারী মাদক কারবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আড়াইহাজারে নারী মাদক কারবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বানু (৫০) নামে এক নারী মাদক কারবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ মে) রাতে সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত বানু সদাসদী গ্রামের হান্নানের স্ত্রী।
এ বিষয়ে শামসুজ্জাহান কনক কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বানু নামে এক নারী সদাসদী গ্রামে তার বাড়িতে মাদক বিক্রি করেন। পরে অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়। তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলাম সহযোগিতা করেন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.