প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৩, ১:০৭ পূর্বাহ্ণ
আড়াইহাজার দুপতারা এলাকার এইচপি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন
নারায়ণগঞ্জের আড়াইহাজার দুপতারা এলাকার এইচপি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আড়াইহাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু ছাঈদ মল্লিক বলেন, ‘কর্মদিবস থাকা সত্ত্বেও কেমিক্যাল কারখানাটি বন্ধ ছিল। কেন বন্ধ ছিল বিষয়টি মাথায় রেখে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি কাজ শুরু করছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবো।’ আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ বলেন, তদন্ত কমিটি ভয়াবহ এ অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনসহ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করবে গত ২৮ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় আড়াইহাজারের এসপি কেমিক্যাল কারখানায় আগুন লাগে। আগুন কেমিক্যালের গোডাউনে সংস্পর্শে আসায় এর ভয়াবহতা চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে মূল ভূমিকায় ছিল রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট। তবে কোনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.