প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ৮:২০ অপরাহ্ণ
আড়াইহাজার লুটপাটের মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার
আড়াইহাজার লুটপাটের মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সিকদারকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাতে উপজেলার সদর পৌরসভার লাখু পুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ সিকদার ওই এলাকার সোহরাব সিকদারের ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আব্দুল্লাহর বিরুদ্ধে উপজেলার পাঁচরুখী এলাকার একটি বিস্ফোরক ও লুটপাটের মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.