প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ
আদালতে হাজির হওয়ার আগেই মৃত্যু ঘটলো আসামীর
আদালতে হাজির হওয়ার আগেই মৃত্যু ঘটলো আসামীর
আদালতের বারান্দায় হাজির হয়ে এজলাসে প্রবেশের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন জাকির হোসেন নামের এক ব্যক্তি। রোববার (২ জুন) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।
বিষয়টিকে নিশ্চিত করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।
জানা গেছে, জাল জালিয়াতির একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য রোববার বেলা সাড়ে ১১টায় আদালতে আসেন জাকির হোসেন। এসময় আদালতের বারান্দায় এসে জাকির হোসেন তার আইনজীবী আল মামুনের কাছে থাকা হাজিরার কাগজে টিপসই দেন। এর পরেই তিনি বারান্দায় অসুস্থ হয়ে বসে পড়েন।
সঙ্গে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগেই জাকির সেখানেই মারা যান। পরে জাকিরের মরদেহ তার স্বজনরা কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া গ্রামে নিয়ে যায়। তিনি ওই গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.