শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪:০০
শিরোনামঃ
Logo বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা Logo আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ডাকাতকে আটক Logo মা ও মেয়েকে গায়ে এসিড ছুড়ে স্বর্ণের চেইন ছিনতাই Logo চলমান ১৫টি কারখানাও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে Logo অভিযানে বিভিন্ন অভিযোগে ২৯ যানবাহনের বিরুদ্ধে মামলা, ২৭ যানবাহন জব্দ Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়ি গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার Logo ভারত,,এস কে এইচ মুভিজ প্রোডাকশন আয়োজিত, অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের সম্মাননা প্রদান Logo আজ সশস্ত্র বাহিনী দিবস, উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাত করা হবে। Logo বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে ‘সাধুমেলা’ Logo অলৌকিকভাবে স্বামী-স্ত্রী দুজনেই একইসঙ্গে মৃত্যুর ইচ্ছা পূরণ

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বাহাউদ্দিন কে বন্দর থেকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৬, ২০২২, ১:৩২ পূর্বাহ্ণ
  • ৩৫৭ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বাহাউদ্দিন কে বন্দর থেকে গ্রেফতার

বন্দরে বাহাউদ্দিন (২৫) নামে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগর। ওই সময় র‌্যাব-১১ গ্রেপ্তারকৃত (এবিটি) সদস্যের দেহ তল্লাশী চালিয়ে একটি ব্যাগে রক্ষিত বিপুল পরিমান উগ্রবাদী জিহাদী বইও উগ্রবাদী লিফলেট এবং  একটি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে।

গত ১৩ মে শনিবার রাত পৌনে ১০টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ বাজার মসজিদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনসারুলল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বাহাউদ্দিন বি-বাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার ফকিরবাড়ী মধ্যপাড়া এলাকার মহাম্মদ বোরহান উদ্দিন মিয়ার ছেলে।

এ ব্যাপারে র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের উপ-পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃতসহ অজ্ঞাত জ্জ জনকে আসামী করে বন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা রুজু করে।

তথ্য সূত্রে জানা গেছে, র‌্যাব ১১ সিপিএসসি আদমজীনগরের উপ-পরিদর্শব মোঃ ইসমাইলসহ সঙ্গীয় র্ফোস গত ১৩ মে শনিবার রাতে টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ বাজার জামে মসজিদ মার্কেটের সামনে আনসারুলল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্য ছদ্দবেশে নাশকতামূলক র্কমকান্ড সংগঠিত করার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে।

এ তথ্যে প্রেক্ষিতে র‌্যাব-১১ মদনগঞ্জ বাজার জামে মসজিদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে আনসারুলল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বাহাউদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অজ্ঞাত নামা আরো ৩/৪ (এটিবি) সদস্য কৌশলে পালিয়ে যায়।

পরে র‌্যাব-১১ গ্রেপ্তারকৃত দেহ তল্লাশী চালিয়ে তার ডান হাতে ঝুলানো একটি শপিং ব্যাগে রক্ষিত ৯টি ইগ্রবাদী জিহাদী বই ও একপি এন্ড্রয়েট ফোন জব্দ করে। উদ্ধারকৃত উগ্রবাদী জিহাদী বই গুলো হলো ১/ গাজওয়ায়ে হিন্দ, প্রেরনা-জাগানিয়া ভবিষ্যদ্বাণী, ড.ইসমাতুল্লাহ লেখা বই-৩টি যার প্রতিনিটি বইতে রয়েছে ৯৫ পৃষ্ঠা। ২/ গেরিলা ফাইটার, হাবিব আহমেদ, আব্দুর রশীদ তারাপাশি লেখা বই ২টা, যার প্রতিটি বইতে রয়েছে ১৫৪ পৃষ্ঠা। ৩/ আলামত ৭৫ পৃষ্টার একটি বই। বইয়ের গায়ে (রহমনী স্বপ্ন) মোহাম্মদ কাশেমীসহ অন্যান্য রেখা আছেএবং উগ্রবাদী রিফলেট। ৪/ জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যহত থাকবে- ২ পাতা। ৫/ তৌহিদী জনতার প্রতি আহবান লেকা সম্বলিত ৫ পৃষ্ঠা। ৬/ শরীয়াতের বদলে অন্য বিধান গ্রহনকারীদের ব্যাপারে ইবনে কাসীর (রহঃ)এর ফতোয়া ২ পৃষ্ঠা। ৭/ত্বাগূত কি? এবং ত্বাগুত সম্পর্কে আলেমদের অভিমত সমূহে লেখা সম্বলিত ৩ পৃষ্ঠা। ৮/জিহাদের ময়দানে নেই কেনখোলা তরবারী-আবু  আব্দুল্লাহ ২ পৃষ্ঠা। ৯/ নফসের জিহাদ বড় জিহাদ !!! ??? লেখা সম্বলিত ১ পৃষ্ঠা। ১০/ জিহাদের জন্য  একজন সর্বজনীন খলীফা বা বিশ^নেতা থাকা কি শর্ত, নাকি স্থানীয় ভাবে আমীর নিয়োগ করা জিহাদ করা যায় ?।

এ ব্যাপারে র‌্যাব-১১ বাদী হয়ে গ্রেপ্তারকৃত বিরুদ্ধে বন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বন্দর থানা পুলশে সোর্পদ করে। পরে পুলিশ গ্রেপ্তারকৃতকে রোববার দুপুরে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell