প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২১, ৭:১৯ অপরাহ্ণ
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অভিযোগ
নগর সংবাদ।। সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি- চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আদালতে নিরাপত্তা নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীদের বিরুদ্ধে। আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের জসিম উদ্দিন, মিজানুর রহমান ও ঝিনু আক্তারের বিরুদ্ধে আবদুর রহিমের চলাচলের রাস্তা দখল করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবদুর রহিম অভিযোগ করেছেন, তার ক্রয়কৃত জায়গায় স্থানীয় জসিম উদ্দিন, মিজানুর রহমান ও ঝিনু আক্তার দখল করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে আদালতে অভিযোগ দায়ের করার পর আদালত নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ চক্র জায়গা দখল করে রেখেছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সালিশী বৈঠক করলেও তারা তা অমান্য করেছে। তিনি বলেন, আদালত মামলা চলাকালীন সময়ে কোন পক্ষকে হস্তক্ষেপ না করার নির্দেশনা দিলেও তারা তা অমান্য করে। কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের হাঁটাচলার পথ বন্ধ করে দিয়েছে। আমরা এ বিষয়ে আদালত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.