আন্তর্জাতিক বইমেলা কলকাতা 2022 , শুরু 27 শে ফেব্রুয়ারী থেকে 13 ই মার্চ ,প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত, কভিড প্রটোকল মেনেই এই বইমেলার আয়োজন ,এবারে আন্তর্জাতিক বইমেলা প্রধান থিম হিসাবে ব্যবহৃত হয় মুজিবর রহমানের প্যাভিলিয়ন, এবং এই বইমেলায় মুজিবুর রহমানের জন্ম দিবস পালিত হয়, মেলার মূল গেট মুজিবুর রহমানের কিছু
চিত্র দিয়ে তৈরি হয় এবং এবারে প্রায় 45 টিরো বেশি বাংলাদেশের প্রকাশনী স্টলে বসার সুযোগ পেয়েছে
,এছাড়া এই মেলায় বিভিন্ন রাজ্যের প্রকাশনীরা অংশগ্রহণ করেন যেমন জাপান, এশিয়া ,আমেরিকা, ইউরোপ শুধু তাই নয় বইমেলার মধ্যে মানুষকে এবং দর্শকদের আনন্দ দেওয়ার জন্য বেশ কিছু স্টলের মাঝে মাঝে গান-বাজনার আসরের আয়োজন করা হয় ,কোথাও বাউল, কোথাও ফোক আবার কোথাও রবীন্দ্র সংগীত, আবার কোথাও অডিটোরিয়াম শিল্পীদের আনাগোনা কবিতা পাঠের আয়োজন এবং এই মেলায় বেশ কিছু বই এর শুভ সূচনা হয় প্রেস করনারে, এমনকি বাংলাদেশের র কবিতার বই এর শুভ সূচনা করেন এই প্রেস করনারে , তাছাড়াও মূল আকর্ষণ ছিল জাগো বাংলার প্যাভলিয়ন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিটি মুহূর্তের ছবি ও বই দর্শকদের জন্য দেখার সুযোগ করে দিয়েছিলো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী জাগো বাংলা স্টল থেকে দর্শকরা তার কবিতার বই এবং তার ছবি সংগ্রহ করছেন।
বিকে নামার সাথে সাথেই মানুষের ঢল নামে নতুন বই সংগ্রহের জন্য আর প্রতিবারেই আনন্দ পাবলিশার্স পাবলিশার্স এর উপরে মানুষকে লাইন দিয়ে বই সংগ্রহ করতে বেশ কিছুটা সময় নষ্ট হয়, বইমেলায় শুধু বই না ছিল খাবারের স্টল ও বেশকিছু ইনস্টিউট বইমেলায় সুযোগ পেয়েছে, মাননীয় কামারহাটির বিধায়ক ও পরিবহন দপ্তরের ইউনিয়নের চেয়ারম্যান মদন মিত্র মহাশয় জাগো বাংলা স্টল পরিদর্শন করলেন এবং মেলা ঘুরে দেখলেন এর সাথে সাথে উপস্থিত ছিলেন বিখ্যাত শ্রুতি নাটকের স্রষ্টা জগন্নাথ বসু ও উর্মিলা বসু। এছাড়াও মঞ্চে বাংলাদেশের ইমলি পারভীনের একটি কবিতার বই উন্মোচন করেন জগন্নাথ বসু ও উর্মিলা বসু মিলিতভাবে,যে কবিতা বইটির মধ্যে বাংলাদেশের বিদ্রোহের কথা ও বিদ্রোহের বেশকিছু ভাষা ব্যবহৃত হয় এবং মুজিবর সাহেবের বিভিন্ন যুদ্ধের ও দেশের কথা কবিতার মধ্য দিয়ে প্রকাশ পায়, মেলায় ছোট থেকে বড় সবার জন্য বহু নতুন কবিতা গল্পের বই প্রকাশিত হয়েছে। এই কলকাতা বুক ফেয়ার এর আয়োজন করেন গিল্ড , গিল্ডের কর্ণধার কে সবাই ধন্যবাদ জানালেন এই ধরনের বাংলাদেশকে সম্মান করার জন্য।