প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৪, ২:৪৬ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ এর এই দিনে মাতৃভাষা আন্দোলনের মোট ৭২টি বছর পূর্ণ হল।
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বুধবার। ২০২৪ এর এই দিনে মাতৃভাষা আন্দোলনের মোট ৭২টি বছর পূর্ণ হল। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ
প্রতিবেদক মেহেদী হাসান তুষার
বিভিন্ন স্থানে আলোচনা সভা সহ নানা বিধি কর্মসূচির মধ্য দিয়ে সমগ্র জাতি একুশের মহান শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এদিন রাত ১২ টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্জনের মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারির কর্মসূচি শুরু হবে। তেমনি ভাবে ঢাকা জেলার কদমতলী থানা অধীনস্থ মুরাদপুর মানব কল্যাণ সংঘ উক্ত এলাকায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে আয়োজন করে নৃত্য গান চিত্রাঙ্গন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক এক অনুষ্ঠানের। উক্ত সংগঠনটির সাথে আলোচনা কালে তারা জানায় শুধুমাত্র আগামী প্রজন্মের কাছে মাতৃভাষা দিবস পরিচিতির লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে । তারা আরো বলেন , কিছুদিন আগে যখন বইমেলার গেটে কিছু গণমাধ্যম কর্মী অনেক প্রাপ্তবয়স্ক মানুষকে জিজ্ঞেস করেছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে ? প্রতিউত্তরে অনেকে লজ্জা ঢাকতে ক্যামেরা থেকে নিজেকে আড়াল করতে দৌড়ে পালায় । আর ঠিক এ ধরনের লজ্জাবোধ থেকে আগামী প্রজন্মকে শেখাতে ও জানাতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.