প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ১২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২১, ১২:৩৩ পূর্বাহ্ণ
আব্দুল ওহাব শেখের সন্ধান পেলে ০১৭১০২৫৫৪৮৮, ০১৬৭৩২৩১৪০৪ নম্বরে জানানোর জন্য অনুরোধ।
নগর সংবাদ।। রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিখোঁজ হবার ৫ দিনেও খোঁজ মিলেনি বৃদ্ধ আব্দুল ওহার শেখের (৮০)। অসুস্থ আব্দুল ওহাব শেখের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ঘটনায় নিখোঁজ হবার পরের দিন রোববার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১২০৫) করা হয়েছে।
নিখোঁজ আব্দুল ওহাব শেখের বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে। আব্দুল ওহাব শেখের পুত্র দৈনিক খোলা কাগজের যুগ্ম বার্তা সম্পাদক রবিউল ইসলাম জানান, শনিবার যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া বাইতুস সালাম মসজিদ এলাকার বাসা থেকে সকাল সাড়ে আটটার দিকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।
অসুস্থতার কারণে তিনি ভালোভাবে কথা বলতে ও চলাফেরা করতে পারেন না। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লুঙ্গি ও হাতে ছিল বেতের লাঠি। ঢাকার বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি চলছে, মাইকিং করা হয়েছে। কোন সহৃদয়বান আব্দুল ওহাব শেখের সন্ধ্যান পেলে ০১৭১০২৫৫৪৮৮, ০১৬৭৩২৩১৪০৪ মোবাইল নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.