আমরা যারা দুর্গাপূজা প্রেমী, থ্যাঙ্ক ইউ ইউনেস্কো 2021
nagarsangbad24
প্রকাশিত: ডিসেম্বর, ২৩, ২০২১, ১:২৬ পূর্বাহ্ণ
৩৯৯ ০৯ বার দেখা হয়েছে
নগর সংবাদ,কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাস।।আজ বেলা দুটোর সময় রানু ছায়ামঞ্চ এর কাছ থেকে এক বিশাল র্যালি শুরু হয়, রেলি পাক স্টিট, নিউ মার্কেট হয়ে, ধর্মতলা ডরিনা ক্রসিং এ শেষ হয়, আমরা যারা দুর্গাপূজা প্রেমী এই উৎসবকে ঘিরে র্যালি,
গর্বের বার্তা হোক পদযাত্রা 2021 এই রেলিতে অংশগ্রহণ বিভিন্ন ক্লাবের উদ্যোক্তারা, দুই থেকে আড়াই হাজার ক্লাবের সদস্য এই র্যালিতে পা মেলান, দরিনা ক্রসিং আলি গিয়ে পৌঁছলে এবং শেষ হলে একটি ফেস্টুন উন্মোচিত হলো, থ্যাংক ইউ ইউনেসকো 2021, উপস্থিত ছিলেন র্যালির প্রথম থেকে পায়ে পা মেলান সবার সাথে, বিধায়ক দেবাশীষ কুমার,
পুরমন্ত্রী শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য ,কাউন্সিলার তরুণ সাহা এছাড়া ছিলেন সুদীপ পোল্লে, সঞ্জীব বক্সী , শিল্পী সনাতন দিন্দা ও আরো অনেকে,। খুব ছোট সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে বলেন দুর্গা পুজো বাঙালির গর্ব, আর এই উৎসব হয়ে উঠল বাঙালির কাছে একটা বড় গর্বের অনুষ্ঠান, পুজো কাটুক সবার আনন্দে, এরপর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন।