উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক বিক্রেতা এবং নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগাদা দেন। সব ধরনের নেশাজাত দ্রব্য বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি করেন তারা। জানা গেছে, শহরের আমলাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী শুভর মাদক বিক্রি দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে।অনেকটা শিডিউল আকারে মাদক বিক্রি করে থাকেন মাদক ব্যবসায়ী শুভ। অনেক সময় প্রকাশ্যেই বেচাবিক্রি হচ্ছে মাদক। মাদকে আসক্ত অনেক তরুণের মস্তিষ্কে মারাত্মক সমস্যা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন তারা। স্থানীয়রা বলেন, আমলাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী শুভ মাদক ব্যবসা করে এলাকার পরিবেশ নষ্ট করছে। এলাকাটা ওরা নষ্ট করে ফেলছে। কেউ প্রতিবাদ করলেই তাদের উপর ওরা অক্রমন করে। কিন্তু ওরা কখনো ভাল হবে না। ওদের মাদকের ব্যবসায় বাঁধা দিলে উল্টা আরো আমাদের ভয়। ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ-প্রশাসনের কাছে জোর দাবি জানাই। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী যত শক্তিশালিই হোক না কেনো তাকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।