শুক্রবার ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১:২০
শিরোনামঃ
মানিকগঞ্জ সহ সারাদেশে বাউলদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ-প্রধান উপদেষ্টার। নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে গৃহবধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা -স্বামী আটক।। ঢাকা, নারায়ণগঞ্জে মৃদু ভূমিকম্প অনুভূত মাত্রা ৩ দশমিক ৬। সদর থানা পুলিশ কতৃক মিথ্যা মামলা দায়ের করায় প্রতিবাদ সমাবেশ করেন -কৃষক দল। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মাসিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত। চৌহালীতে জাতীয়  প্রাণিসম্পদ সাপ্তাহ ও  প্রদর্শনী উদ্বোধন খাদি মেলার শুভসূচনা,উদ্বোধন করেন-খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রাজধানীর কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট। বিসিএস পরীক্ষা পেছানোর দাবীতে মিছিল, অবরোধ-পুলিশের সংঘর্ষ, আহত ৫। মেজর সিনহা হত্যা মামলায় রায় নিয়ে বিভ্রান্তি ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্তা নেওয়ার দাবি।।

আমার মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে-সিনিয়র সচিব

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১২, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
  • ৪৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

আমার মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে-সিনিয়র সচিব

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হককে রোববার (১২ অক্টোবর) চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুর ১টার দিকে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এ সময় মন্ত্রণালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সাজাচ্ছে সরকার। মাঠ প্রশাসনে ডিসি, ইউএনওসহ সিভিল প্রশাসনের কর্মকর্তাদের বদলি প্রদানের বিষয়টি দেখভাল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়া ও চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন নতুন জনপ্রশাসন সচিব।  

 

নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের বড় দায়িত্ব দেওয়া হলো এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের যেভাবে দায়িত্ব পালন করতে বলবে সেভাবেই দায়িত্ব পালন করব।  

নির্বাচনকে সামনে রেখে এ দায়িত্বকে চ্যালেঞ্জ মনে করছেন কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই নির্বাচন একটা চ্যালেঞ্জ। আমি আশা করি, আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন ওনারা যেভাবে বলবেন প্রশাসন সেভাবে চলবে।

‘আমি মনে করি, আমার মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবে দায়িত্ব পালন হবে। ’

রাজনৈতিক কোনো পক্ষপাত থাকবে কি না- জানতে চাইলে তিনি বলেন, প্রশ্নই আসে না। আমি আশা করছি আমার অফিসাররা এরকম করবে না।  

‘আমার ধারণা এ চ্যালেঞ্জটা, আগেও তো নির্বাচন হয়েছে, ২০০৯ সালেও নির্বাচন হয়েছে। এর আগেও হয়েছে। আমাদের অফিসাররা তো খারাপ করেনি। আমরা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ পাই, ডেফিনেটলি আমার অফিসাররা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। সেই সুযোগটুকু দেওয়ার মালিক আমাদের প্রধান নির্বাচন কমিশনার। ’

সে সুযোগ কি পাবেন বলে আপনি মনে করছেন- প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই। প্রধান নির্বাচন কমিশনারের ওপর আমার আস্থা আছে। আমি মনে করি, উনি একটা সুন্দর নির্বাচন দেবেন। প্রধান উপদেষ্টাও বলেছেন, সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।

এই দায়িত্ব পেয়ে আপনি কি অনেক খুশি- প্রশ্নেরে জবাবে তিনি বলেন, এটাকে আমি ট্রান্সফার (বদলি) হিসেবে ধরছি। ওখানেও আসলে খারাপ ছিলাম তা না।

বিগত জনপ্রশাসন সচিব নানা অভিযোগের ভিত্তিতে চলে গেছেন, আপনি সে জায়গায় কতটা স্বচ্ছ থাকবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ব্যাচমেট উনি, ওনার সম্পর্কে কিছু বলব না। আমি আমার সম্পর্কে বলতে পারি, আমি কখনো নিরপেক্ষতা হারাইনি।

সরকারের পট পরিবর্তন পর গত বছরের ১৭ আগস্ট অবসরপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে এহসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। পরে তিনি সিনিয়র সচিব হন।

গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়। এরপর থেকে সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের সচিব পদটি শূন্য ছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell