শনিবার ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:০১
শিরোনামঃ
Logo বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ-ঘিরে বড় জমায়েতের আশা, নিরাপত্তা জোরদার Logo ৫ম তম বর্ষে পদার্পণ করলো, উলা আর্ট ফেস্টিভ্যাল 2025। Logo লালমাইতে গ্যাস নেওয়ার সময় বাগবিতণ্ডার জেরে, সিএনজিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা Logo সাটুরিয়ায় কারখানায় ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেফতার Logo সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু ১ মার্চ Logo মাহে রামাদানকে স্বাগত জানিয়ে রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর মিছিল Logo শৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা Logo অভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের  কমিটি প্রত্যাখ্যান করেছেন- শিক্ষার্থীদের একাংশের Logo কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের স্মরণে নির্মিত ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। Logo নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সভা অনুষ্ঠিত

আমার শক্তি আমার জনগণ, ওপরে আল্লাহ আছে, আমার বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে কাজেই কে কী চাপ দিলো এতে কিছু আমাদের আসে যায় না,, জনগণের কল্যাণে যে কাজ করার সেটাই আমরা করব-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৪, ২০২৩, ১:০১ পূর্বাহ্ণ
  • ১৯২ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

আমার শক্তি আমার জনগণ, ওপরে আল্লাহ আছে, আমার বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে কাজেই কে কী চাপ দিলো এতে কিছু আমাদের আসে যায় না,, জনগণের কল্যাণে যে কাজ করার সেটাই আমরা করব-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ মার্চ) গণভবনে কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, আমার শক্তি আমার জনগণ, ওপরে আল্লাহ আছে। আর আমার বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে। কাজেই কে কী চাপ দিলো না দিলো এতে কিছু আমাদের আসে যায় না। জনগণের কল্যাণে যে কাজ করার সেটাই আমরা করব।

শেখ হাসিনা বলেন, এমন বহু চাপ তো ছিল। পদ্মাসেতুর আগে তো কম চাপ দেওয়া হয়নি। কোনো একটা দেশের সেই অ্যাম্বাসেডর থেকে শুরু করে তাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেলিফোনের ওপর টেলিফোন, হেন তেন। একটা ভদ্রলোক একটা ব্যাংকের এমডি তাকে এমডি পদে রাখতে হবে। তো এমডি পদে কি মধু তা তো আমি জানি না এবং আইনে আছে ৬০ বছর, হয়ে গেছে তার ৭০ বছর বয়স তারপরও এমডি পদে থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, একটাই হয় এমডি পদে থাকলে বোধহয় মানি লন্ডারিং করা যায়, পয়সা বানানো যায়, পয়সা মারা যায়, গরিবের রক্ত চুষে খাওয়া যায়। যাই হোক, সেই চাপও কিন্তু শেখ হাসিনা সহ্য করে চলে এসেছে। তারপর নিজের পয়সায় পদ্মাসেতু বানিয়ে তাদের দেখালাম এই চাপে আমাদের কিছু আসে যায় না।

বিএনপির সঙ্গে সংলাপ নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, সংলাপ কার সঙ্গে করব? ২০১৮ সালের নির্বাচনে আমি সংলাপ করেছি, কিন্তু তার ফলাফলটা কী? নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ছাড়া কিছুই করেনি। ৩০০ সিটে ৭০০ নমিনেশন দিয়ে টাকা খেয়ে নিজেরাই নিজেদের নির্বাচন থেকে সরিয়ে তারপর নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করেছে।

শেখ হাসিনা বলেন, জানি না আল্লাহ আমাকে ধৈর্য্য দিয়েছেন, সহ্য শক্তি দিয়েছেন। নইলে ১৫ আগস্ট আমার বাবা-মায়ের হত্যাকারী; গ্রেনেড হামলা, বোমা হামলা করে আমাকে হত্যার চেষ্টা যারা করেছে তাদের সঙ্গে আমি বসেছি শুধু দেশের স্বার্থে।

কোকো রহমান মারা যাওয়ার পর খালেদা জিয়াকে সান্তনা দিতে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু তা-ই নয়, খালেদা জিয়ার ছোট ছেলে মারা গেলো, আমি গেলাম তাকে দেখতে। একজন সন্তানহারা মাকে সহানুভূতি জানাতে। আমাকে কীভাবে অপমানটা করলো, আমার গাড়ি ওই বাড়ির মধ্যে ঢুকতে দেবে না। বড় গেট বন্ধ; টেলিফোন করে সময় নেওয়া হয়েঝে যে আমি এ সময় আসব, তারপরও সে গেট বন্ধ করলো। আমি তখন চলে গিয়েছি। তো আমি বললাম ঠিক আছে ছোট গেট দিয়ে ঢুকবো। আমার গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ছোট গেট বন্ধ করে দিলো। তো এত অপমানের পর তাদের সঙ্গে কীসের বৈঠক?

আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মাঝে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, ঘটানোর চেষ্টা করা হচ্ছে। একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিরও চেষ্টা হচ্ছে। কিন্তু আমি মনে করি, আমি বিশ্বাস করি, কেউ কিছু করতে পারবে না। সাময়িক কিছু একটা সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু সেটা মোকাবিলা করবে আমাদের জনগণই।

দেশ-বিদেশের অনেক সংস্থা আগামী নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করতে চায় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য তো অনেকগুলো এজেন্সি উন্মুখ হয়ে আছে, আন্তর্জাতিক এবং দেশীয়। ৪০ জনের যে নাম এসেছে ওটার পেছনেও কিছু অ্যামবিশন (উচ্চাকাঙ্ক্ষা) আছে এতে কোনো সন্দেহ নেই।

রমজানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের যেন কষ্ট না হয় সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত আছে। আশা করি রমজানে কোনো অসুবিধা হবে না।

অবৈধ মজুদ বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান শেখ হাসিনা। এক্ষেত্রে কেউ যেন অবৈধ মজুদ করতে না পারে সে জন্য প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বিদ্যুৎসহ সব ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার এবং উৎপাদন বাড়াতে বলেন।

খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকার সুযোগ করে দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া অসুস্থ, বয়োবৃদ্ধ; খালেদা জিয়ার ভাই এসে, বোন এসে আমার কাছে, রেহানার কাছে এসে আকুতি করলো। এরপর তার সাজাটা স্থগিত করে বাসায় থাকা, চিকিৎসার সুযোগটা করে দিয়েছি। এটুকু যে করেছি সেটাই যথেষ্ট।

তিনি বলেন, যারা বারবার আমাদের ওপর হত্যা করে, আমাদের অপমান করে, সারা বাংলাদেশে কাকে না অপমান করেছে। তারপরও এইটুকু সহানুভূতি পেয়েছে, সেটা শুধু আমার কারণে। নইলে এদের সঙ্গে কিসের বৈঠক, কিসের কি? তাছাড়া আর কি ক্ষমতা আছে তাদের, সন্ত্রাস করা ছাড়া আর তো কোনো ক্ষমতা নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) ৫ম জাতিসংঘ সম্মেলন উপলক্ষে গত ৪ থেকে ৮ মার্চ কাতার সফর করেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell