আমার সামাজিক যোগাযোগমাধ্যমের ৯টি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে-হিরো আলম
হ্যাকাররা আমার কাছে ৫ লাখ টাকা দাবি করেছেন।
মঙ্গলবার (২ মে) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।
হিরো আলম অভিযোগ করেন, আমার ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আলী আজগর নামের এক ব্যক্তি আমার এই আইডিগুলো হ্যাক করেছেন।
তিনি বলেন, ডিবি প্রধানের কাছে আমি বিস্তারিত বলেছি। হ্যাকাররা আমার কাছে ৫ লাখ টাকা দাবি করেছেন। টাকা দিলে আমার ফেসবুক অ্যাকাউন্ট ফেরত দেবে।
আশরাফুল আলম ওরফে হিরো আলম আরও অভিযোগ করেন, আমার জনপ্রিয়তা দেখে কিছু রাজনীতিক ও মিডিয়া ব্যক্তিত্ব আমার পেছনে লেগেছেন। কিন্তু হিরো আলমের জনপ্রিয়তা তারা কমাতে পারবেন না।